Ajker Patrika

পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখা

ইতিবাচক পরিবর্তনের প্রত্যয়ে নতুন নেতৃত্বের যাত্রা

সাদিয়া আফরিন নিঝুম
পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি: পাঠকবন্ধু
পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি: পাঠকবন্ধু

নতুন ভাবনার দীপ্তি নিয়ে যাত্রা শুরু করল একদল উদ্যমী তরুণ। নিজেদের চিন্তা, মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার তাদের। এই প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির বিশেষ ওরিয়েন্টেশন।

১৯ জুলাই, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে, পূর্বাচল আমেরিকান সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে নবগঠিত কমিটির ২১ জন সদস্য অংশ নেন। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘পাঠকবন্ধু সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব একটি উদ্যোগ,

যা নেতৃত্বগুণ, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর দুই অ্যাম্বাসেডর সাদিয়া আফরিন নিঝুম ও এস এম সাকিব মাহমুদ সিফাত। তাঁরা পাঠকবন্ধু ক্লাবের লক্ষ্য, কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন সদস্যদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

ক্লাবটি মূলত চারটি লক্ষ্য নিয়ে কাজ করে—সৃজনশীলতা বিকাশ, পাঠাভ্যাস তৈরি, চিন্তাশীলতা বাড়ানো এবং লেখালেখিতে উৎসাহ দেওয়া। সাদিয়া আফরিন নিঝুম বলেন, ‘পাঠকবন্ধু তার মেধাবী সদস্যদের কাছ থেকে লেখা আহ্বান করে। সেই লেখা সম্পাদনার পর প্রকাশিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা লেখক হয়ে ওঠার হাতেখড়ি পায় এবং একই সঙ্গে সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার সুযোগও সৃষ্টি হয়।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শাখার সভাপতি ইয়াসিন আহমেদ রাজন নতুন কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এরপর সদস্যদের মধ্যে পূর্ববর্তী কর্মসূচির সার্টিফিকেট ও অফার লেটার বিতরণ করা হয়।

সম্প্রতি ঘোষিত পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন জিবিএস বিভাগের ইয়াসিন আহমেদ রাজন, আর সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মো. সাকিব মোল্লা। সহসভাপতির দায়িত্বে রয়েছেন সালাহ্ উদ্দীন শিবলী ও জাবের আল মামুন।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহকারী সাধারণ সম্পাদক ডি এম রিয়াদ (এলএলবি), সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান মো. মুজিত সিদ্দিকী জয় (এলএলবি), সহকারী সাংগঠনিক সম্পাদক মাহিন আল জামি (এলএলবি), কোষাধ্যক্ষ ইমাম মেহেদী হাসান (জিবিএস), যুগ্ম সম্পাদক আনিকা আফরোজ (সিএসই) এবং সহকারী যুগ্ম সম্পাদক আকাশ মিয়া (জিবিএস)।

এ ছাড়া কমিটিতে রয়েছেন সহকারী কোষাধ্যক্ষ আমর বিন ফারুক (এলএলবি), দপ্তর সম্পাদক ফারদিন মাশরাফি (জিবিএস), সহকারী দপ্তর সম্পাদক সায়েদ আল জিদান (এলএলবি), সাংস্কৃতিক সম্পাদক নীলিমা আবেদিন (ইংরেজি) এবং উপসাংস্কৃতিক সম্পাদক তানজিলা আক্তার তানহা (জিবিএস)।

মহিলাবিষয়ক দায়িত্বে রয়েছেন স্বর্ণা আক্তার (নারীবিষয়ক সম্পাদক, জিবিএস) ও সৈয়দা ফেরদৌসী ইয়াসমিন (উপমহিলাবিষয়ক সম্পাদক, জিবিএস)। এ ছাড়া কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. তানজিম কবির গ্লেজ (সমাজবিজ্ঞান)। কনটেন্ট রাইটার হিসেবে রয়েছেন তমা পোদ্দার (ইংরেজি), আর কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাসিয়া মাহজাবিন মনিলা (সমাজবিজ্ঞান) ও নওশিন ইসলাম (জিবিএস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত