শিক্ষা ডেস্ক
নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে উত্তাল মেরিটাইম ইউনিভার্সিটি। অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার এবং সঠিক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের বিলম্বের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামী ১৪ জানুয়ারি ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
শিক্ষার্থীরা দাবি করেছেন, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশ রুমে গোপনে ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত শিক্ষার্থী মো. আসরাফুজ্জামান নুরকে হাতেনাতে ধরা হয়। নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের এই শিক্ষার্থীর ফোন থেকে একাধিক আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়।
অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হলেও ভুক্তভোগীরা মামলা করতে অনিচ্ছুক থাকায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। শিক্ষার্থীরা এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দায়িত্ব এড়িয়ে গেছে।
গত শনিবার রাতে শিক্ষার্থীরা নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি আদায়ে প্রশাসন জরুরি মিটিংয়ের আয়োজন করলেও সমস্যা সমাধানের জন্য সময় চেয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে।
১৪ জানুয়ারির মধ্যে কোনো সমাধান না হলে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীদের একাংশ জানিয়েছে, আন্দোলন দীর্ঘায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। তবে তারা নিজেদের নিরাপত্তা এবং দাবির প্রতি প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ না দেখা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে উত্তাল মেরিটাইম ইউনিভার্সিটি। অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার এবং সঠিক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের বিলম্বের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামী ১৪ জানুয়ারি ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি ঘোষণা করেছে তারা।
শিক্ষার্থীরা দাবি করেছেন, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশ রুমে গোপনে ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত শিক্ষার্থী মো. আসরাফুজ্জামান নুরকে হাতেনাতে ধরা হয়। নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের এই শিক্ষার্থীর ফোন থেকে একাধিক আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়।
অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হলেও ভুক্তভোগীরা মামলা করতে অনিচ্ছুক থাকায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। শিক্ষার্থীরা এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে। তাদের দাবি, প্রশাসন অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দায়িত্ব এড়িয়ে গেছে।
গত শনিবার রাতে শিক্ষার্থীরা নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি আদায়ে প্রশাসন জরুরি মিটিংয়ের আয়োজন করলেও সমস্যা সমাধানের জন্য সময় চেয়েছে। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে।
১৪ জানুয়ারির মধ্যে কোনো সমাধান না হলে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থীদের একাংশ জানিয়েছে, আন্দোলন দীর্ঘায়িত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। তবে তারা নিজেদের নিরাপত্তা এবং দাবির প্রতি প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ না দেখা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
৭ ঘণ্টা আগেস্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এই বর্ণাঢ্য আয়োজন।
১০ ঘণ্টা আগেইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে (১৬ এপ্রিল, বুধবার) বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।
২ দিন আগেবর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিনটি স্মরণীয় করে রাখার জন্য পয়লা বৈশাখের শুরু থেকে বিইউপির মনপুরা মাঠ এবং কনকোর্সে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ দিন আগে