মুহাম্মদ শফিকুর রহমান
তাঁর সংগ্রহে আছে ১৫০টির বেশি দেশের ব্যাংক নোট ও ধাতব মুদ্রা। ডাকটিকিট আছে ১২০টি দেশের, সংখ্যাটা এক হাজারের বেশি। শৌখিন এই সংগ্রাহকের নাম ওয়াসিম ইকবাল সাজিদ। বাবা একজন পুলিশ অফিসার। সাজিদ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
যেভাবে শুরু
সাজিদের বাবা একজন পুলিশ অফিসার। চাকরির সুবাদে কখনো দেশের বাইরে গেলে তিনি সন্তানের জন্য সংগ্রহ করতেন বিদেশি মুদ্রা। সেসব দেখে মুদ্রা সংগ্রহের প্রতি আগ্রহ বাড়তে থাকে সাজিদের। স্কুলে পড়ার সময় থেকে মুদ্রা জমানো শুরু করেন তিনি। বাবার বদলির চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে তাঁর। পরিচয় হয়েছে বিখ্যাত সংগ্রাহকদের সঙ্গে। দেখেছেন তাঁদের মুদ্রার সংগ্রহ। কখনো অদলবদল করেছেন, কখনো কিনে নিয়েছেন পছন্দের মুদ্রা ও ডাকটিকিট।
টিউশনি ও সালামির টাকায় সংগ্রহ
ঈদের সালামি কবে নিজের জন্য খরচ করেছেন, তা মনে নেই সাজিদের। বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট কেনার জন্য তিনি সে টাকা ব্যয় করেন। শুধু তা-ই নয়, টিউশনি করিয়ে পাওয়া টাকা বা হাতখরচের টাকা জমিয়েও তিনি কেনেন মুদ্রা ও ডাকটিকিট। মুদ্রা জমানো ব্যয়বহুল শখ। তাই সাজিদকে টাকা জমানোর প্রতি মনোযোগ দিতে হয়েছে। পর্যাপ্ত টাকা জমানো হলে কিনে নেন পছন্দের দেশের মুদ্রা কিংবা ডাকটিকিট। এ জন্য মায়ের হাতে বেশ মারও খেয়েছেন তিনি।
সহযোগিতা পেয়েছেন প্রচুর
সাজিদের সংগ্রহ বিখ্যাত সংগ্রাহকদের প্রশংসা পেয়েছে ইতিমধ্যে। তাঁরা সাজিদের সংগ্রহ বাড়াতে যেমন সাহায্য করেছেন, তেমনি পরামর্শও দিয়েছেন। এসব মানুষের মধ্যে উল্লেখযোগ্য হলো ডা. ফরহাদুর রহমান, রাকিন সরকার ও রবিউল ইসলাম রবি।
সাজিদের সংগ্রহ
মূলত বিভিন্ন দেশের ব্যাংক নোট ও প্রাচীন মুদ্রা এবং ডাকটিকিটের সংগ্রাহক সাজিদ। তাঁর সংগ্রহে আছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল, রোমান সাম্রাজ্যের মুদ্রা এবং অটোমান সুলতান আবদুল হামিদ দ্বিতীয়র মুদ্রা। এ ছাড়া তাঁর সংগ্রহে আছে ভারতীয় উপমহাদেশের সুলতানি আমলের দশটির বেশি রৌপ্যমুদ্রা, মোগল আমলের সাতজন শাসকের রৌপ্যমুদ্রা, ব্রিটিশ আমলের অসংখ্য রৌপ্য ও তামার মুদ্রাসহ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যাংক নোট, মুদ্রা ইত্যাদি।
সাজিদের কাছে আছে খ্রিষ্টপূর্ব ৩৭৫-এর মৌর্য সাম্রাজ্যের রৌপ্যমুদ্রা। এটি তাঁর কাছে থাকা সবচেয়ে প্রাচীন মুদ্রা। এ ছাড়া ৭০০-৮০০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ের হরিকেল রাজ্যের মুদ্রা, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ফিরোজ শাহ এবং রোমান শাসক দ্বিতীয় কনস্টানটিয়াসের মুদ্রাও
আছে সাজিদের সংগ্রহে।
প্রদর্শনী
নিজের সংগ্রহ নিয়ে ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি আয়োজিত প্রদর্শনী, শখের মেলা প্রদর্শনী, বাংলাদেশ কালেক্টর সোসাইটি আয়োজিত অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন সাজিদ। অনবদ্য সংগ্রহের কারণে ২০২০ সালে কালেক্টর ডিরেক্টরিতে সাজিদের নাম অন্তর্ভুক্ত হয়।
আনন্দ আছে, আছে বিষাদ
স্কুলের বন্ধুদের ধাতব মুদ্রা দেখাতে নিয়ে গিয়েছিলেন একবার। টিফিনের ফাঁকে সেগুলো চুরি হয়ে যায়। সাজিদের খুব মন খারাপ হয়েছিল। মুদ্রা হারানোর সেই কষ্ট আজও ভুলতে পারেননি তিনি।
নিজের সংগ্রহ নিয়ে বিভিন্ন জেলার মানুষের সঙ্গে কথা হয় সাজিদের। হয় অভিজ্ঞতা বিনিময়। মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ করতে গিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে হয় তাঁকে। অভিজ্ঞ সংগ্রাহকদের কাছে অনেক কিছু শিখতে পারেন। এই শিক্ষায় আনন্দ খুঁজে পান সাজিদ।
এবং পড়াশোনা
মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহের কাজ সাজিদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় না; বরং তিনি মনে করেন, এ কাজ তাঁর মন ভালো রাখে। সাজিদ শুধু একজন সংগ্রাহকই নন, একজন স্বেচ্ছাসেবকও। তিনি দেশে আয়োজিত জাতিসংঘের বিভিন্ন ইভেন্টের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্টে স্বেচ্ছাসেবী তিনি।
ভবিষ্যতে পৃথিবীর সব দেশের ব্যাংক নোটসহ বিভিন্ন মুদ্রা সংগ্রহের ইচ্ছা আছে সাজিদের। ডাকটিকিটের সংগ্রহও বাড়াবেন তিনি। এ ছাড়া প্রাচীন মুদ্রা, ব্যাংক নোট, ডাকটিকিট ইত্যাদি সংগ্রহের গুরুত্ব সবার মাঝে তুলে ধরতে চান সাজিদ।
তাঁর সংগ্রহে আছে ১৫০টির বেশি দেশের ব্যাংক নোট ও ধাতব মুদ্রা। ডাকটিকিট আছে ১২০টি দেশের, সংখ্যাটা এক হাজারের বেশি। শৌখিন এই সংগ্রাহকের নাম ওয়াসিম ইকবাল সাজিদ। বাবা একজন পুলিশ অফিসার। সাজিদ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
যেভাবে শুরু
সাজিদের বাবা একজন পুলিশ অফিসার। চাকরির সুবাদে কখনো দেশের বাইরে গেলে তিনি সন্তানের জন্য সংগ্রহ করতেন বিদেশি মুদ্রা। সেসব দেখে মুদ্রা সংগ্রহের প্রতি আগ্রহ বাড়তে থাকে সাজিদের। স্কুলে পড়ার সময় থেকে মুদ্রা জমানো শুরু করেন তিনি। বাবার বদলির চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে তাঁর। পরিচয় হয়েছে বিখ্যাত সংগ্রাহকদের সঙ্গে। দেখেছেন তাঁদের মুদ্রার সংগ্রহ। কখনো অদলবদল করেছেন, কখনো কিনে নিয়েছেন পছন্দের মুদ্রা ও ডাকটিকিট।
টিউশনি ও সালামির টাকায় সংগ্রহ
ঈদের সালামি কবে নিজের জন্য খরচ করেছেন, তা মনে নেই সাজিদের। বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট কেনার জন্য তিনি সে টাকা ব্যয় করেন। শুধু তা-ই নয়, টিউশনি করিয়ে পাওয়া টাকা বা হাতখরচের টাকা জমিয়েও তিনি কেনেন মুদ্রা ও ডাকটিকিট। মুদ্রা জমানো ব্যয়বহুল শখ। তাই সাজিদকে টাকা জমানোর প্রতি মনোযোগ দিতে হয়েছে। পর্যাপ্ত টাকা জমানো হলে কিনে নেন পছন্দের দেশের মুদ্রা কিংবা ডাকটিকিট। এ জন্য মায়ের হাতে বেশ মারও খেয়েছেন তিনি।
সহযোগিতা পেয়েছেন প্রচুর
সাজিদের সংগ্রহ বিখ্যাত সংগ্রাহকদের প্রশংসা পেয়েছে ইতিমধ্যে। তাঁরা সাজিদের সংগ্রহ বাড়াতে যেমন সাহায্য করেছেন, তেমনি পরামর্শও দিয়েছেন। এসব মানুষের মধ্যে উল্লেখযোগ্য হলো ডা. ফরহাদুর রহমান, রাকিন সরকার ও রবিউল ইসলাম রবি।
সাজিদের সংগ্রহ
মূলত বিভিন্ন দেশের ব্যাংক নোট ও প্রাচীন মুদ্রা এবং ডাকটিকিটের সংগ্রাহক সাজিদ। তাঁর সংগ্রহে আছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল, রোমান সাম্রাজ্যের মুদ্রা এবং অটোমান সুলতান আবদুল হামিদ দ্বিতীয়র মুদ্রা। এ ছাড়া তাঁর সংগ্রহে আছে ভারতীয় উপমহাদেশের সুলতানি আমলের দশটির বেশি রৌপ্যমুদ্রা, মোগল আমলের সাতজন শাসকের রৌপ্যমুদ্রা, ব্রিটিশ আমলের অসংখ্য রৌপ্য ও তামার মুদ্রাসহ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যাংক নোট, মুদ্রা ইত্যাদি।
সাজিদের কাছে আছে খ্রিষ্টপূর্ব ৩৭৫-এর মৌর্য সাম্রাজ্যের রৌপ্যমুদ্রা। এটি তাঁর কাছে থাকা সবচেয়ে প্রাচীন মুদ্রা। এ ছাড়া ৭০০-৮০০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ের হরিকেল রাজ্যের মুদ্রা, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ফিরোজ শাহ এবং রোমান শাসক দ্বিতীয় কনস্টানটিয়াসের মুদ্রাও
আছে সাজিদের সংগ্রহে।
প্রদর্শনী
নিজের সংগ্রহ নিয়ে ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি আয়োজিত প্রদর্শনী, শখের মেলা প্রদর্শনী, বাংলাদেশ কালেক্টর সোসাইটি আয়োজিত অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন সাজিদ। অনবদ্য সংগ্রহের কারণে ২০২০ সালে কালেক্টর ডিরেক্টরিতে সাজিদের নাম অন্তর্ভুক্ত হয়।
আনন্দ আছে, আছে বিষাদ
স্কুলের বন্ধুদের ধাতব মুদ্রা দেখাতে নিয়ে গিয়েছিলেন একবার। টিফিনের ফাঁকে সেগুলো চুরি হয়ে যায়। সাজিদের খুব মন খারাপ হয়েছিল। মুদ্রা হারানোর সেই কষ্ট আজও ভুলতে পারেননি তিনি।
নিজের সংগ্রহ নিয়ে বিভিন্ন জেলার মানুষের সঙ্গে কথা হয় সাজিদের। হয় অভিজ্ঞতা বিনিময়। মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ করতে গিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে হয় তাঁকে। অভিজ্ঞ সংগ্রাহকদের কাছে অনেক কিছু শিখতে পারেন। এই শিক্ষায় আনন্দ খুঁজে পান সাজিদ।
এবং পড়াশোনা
মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহের কাজ সাজিদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় না; বরং তিনি মনে করেন, এ কাজ তাঁর মন ভালো রাখে। সাজিদ শুধু একজন সংগ্রাহকই নন, একজন স্বেচ্ছাসেবকও। তিনি দেশে আয়োজিত জাতিসংঘের বিভিন্ন ইভেন্টের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্টে স্বেচ্ছাসেবী তিনি।
ভবিষ্যতে পৃথিবীর সব দেশের ব্যাংক নোটসহ বিভিন্ন মুদ্রা সংগ্রহের ইচ্ছা আছে সাজিদের। ডাকটিকিটের সংগ্রহও বাড়াবেন তিনি। এ ছাড়া প্রাচীন মুদ্রা, ব্যাংক নোট, ডাকটিকিট ইত্যাদি সংগ্রহের গুরুত্ব সবার মাঝে তুলে ধরতে চান সাজিদ।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
৮ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সরাসরি সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইউসিবিডি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (ইউআইএফওয়াই)’ শীর্ষক একটি প্রোগ্রাম...
১ দিন আগেমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন।
১ দিন আগে