মাইকের শব্দ শুনে সবাই এসে জড়ো হচ্ছিল মঞ্চের সামনে। একটু এগিয়ে দেখি, মঞ্চে সাদা শাড়ি পরে চুলে সাদা রং করা একটি শিশু অভিনয় করছে। তার বলে যাওয়া শব্দগুলো কানে বিঁধে যাচ্ছিল। সেই কণ্ঠে ছিল বয়সের ভারে নুয়ে পড়া সন্তানহারা এক বৃদ্ধ মায়ের আকুতি। মায়ের ভূমিকায় অভিনয় করছিল ১২ বছরের শিশু। মঞ্চের সামনে উপস্থিত দর্শক নিস্তব্ধ। অনেকের চোখের কোনায় জল জমতেও দেখা গেল। এ সময় মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা ক্রীড়া শিক্ষক জানালেন, মেয়েটি শুধু অভিনয়ে নয়, লেখাপড়ার পাশাপাশি সব ধরনের খেলাধুলায়ও পারদর্শী। লেখাপড়া-খেলাধুলা—দুটোতেই চৌকস এই শিক্ষার্থীর নাম সুরাইয়া আক্তার জুথি।
যশোরের ঝিকরগাছায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন সম্প্রতি কৈশোর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রকল্পের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা চত্বরে সেই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ফুটবল, মিনি ম্যারাথন এবং একক অভিনয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জুথি।
জুথি যশোরের ঝিকরগাছা উপজেলার এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শ্রেণিতে সে দ্বিতীয়। লেখাপড়ার পাশাপাশি সব ধরনের খেলাধুলায় তার জুড়ি নেই। এটুকু বয়সে কৃতিত্বের জন্য তিন বছরে অন্তত পনেরোটি সনদ উঠেছে তার হাতে।
জুথি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মুঠোফোনে অভিনয় দেখে তা রপ্ত করতে থাকে। সে সময়ে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে একক অভিনয়ে সবার নজর কাড়ে। এরপর নিজের ইচ্ছা আর শিক্ষকদের প্রেরণায় সে অভিনয় অনুশীলনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় জেলা-উপজেলা পর্যায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।
সুরাইয়া আক্তার জুথি চতুর্থ শ্রেণিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল প্রতিযোগিতায় দারুণ নাম করে। তার নৈপুণ্যে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২২-২৩ সালে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সেরা হয়। জুথি নির্বাচিত হয় সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ও ম্যাচসেরা। এ ছাড়া ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দৌড়ে প্রথম, উপজেলায় উপস্থিত বক্তৃতা, দীর্ঘ লাফ ও উচ্চ লাফে তৃতীয়, চতুর্থ স্থানসহ কৃতিত্বের সাতটি সনদ ওঠে তার হাতে।
পরের বছর জাতীয় শিশু প্রতিযোগিতা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়। আর উপস্থিত বক্তৃতা ও দীর্ঘ লাফে দ্বিতীয় এবং উচ্চ লাফে তৃতীয় হয়ে সে বছরে জুথি ছয়টি সনদ জেতে।
২০২২-২৩ সালে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে সব ধরনের দৌড় প্রতিযোগিতায় জুথি উপজেলা পর্যায় পারদর্শিতা দেখিয়েছে। এ বছর উপজেলা পর্যায়ে একক অভিনয় ও দৌড় প্রতিযোগিতায় তাকে কেউ হারাতে পারেনি। জুথি বর্তমানে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে বিকেলে ফুটবল খেলার অনুশীলন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলনের স্বপ্ন দেখে এই খুদে খেলোয়াড়।
এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক ফরিদা পারভীন বলেন, ‘সুরাইয়া আক্তার জুথি অনেক মেধাবী।’
সুরাইয়ার বাবা রাজু আহমেদ পেশায় ট্রাকচালক, আর মা বেবী খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়। তাদের বাড়ি উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী কলোনিপাড়ায়। জুথি ভবিষ্যতে ফুটবলার হতে চায়। থাকতে চায় অভিনয়েও।
মাইকের শব্দ শুনে সবাই এসে জড়ো হচ্ছিল মঞ্চের সামনে। একটু এগিয়ে দেখি, মঞ্চে সাদা শাড়ি পরে চুলে সাদা রং করা একটি শিশু অভিনয় করছে। তার বলে যাওয়া শব্দগুলো কানে বিঁধে যাচ্ছিল। সেই কণ্ঠে ছিল বয়সের ভারে নুয়ে পড়া সন্তানহারা এক বৃদ্ধ মায়ের আকুতি। মায়ের ভূমিকায় অভিনয় করছিল ১২ বছরের শিশু। মঞ্চের সামনে উপস্থিত দর্শক নিস্তব্ধ। অনেকের চোখের কোনায় জল জমতেও দেখা গেল। এ সময় মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা ক্রীড়া শিক্ষক জানালেন, মেয়েটি শুধু অভিনয়ে নয়, লেখাপড়ার পাশাপাশি সব ধরনের খেলাধুলায়ও পারদর্শী। লেখাপড়া-খেলাধুলা—দুটোতেই চৌকস এই শিক্ষার্থীর নাম সুরাইয়া আক্তার জুথি।
যশোরের ঝিকরগাছায় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন সম্প্রতি কৈশোর কর্মসূচি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রকল্পের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা চত্বরে সেই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ফুটবল, মিনি ম্যারাথন এবং একক অভিনয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জুথি।
জুথি যশোরের ঝিকরগাছা উপজেলার এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শ্রেণিতে সে দ্বিতীয়। লেখাপড়ার পাশাপাশি সব ধরনের খেলাধুলায় তার জুড়ি নেই। এটুকু বয়সে কৃতিত্বের জন্য তিন বছরে অন্তত পনেরোটি সনদ উঠেছে তার হাতে।
জুথি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মুঠোফোনে অভিনয় দেখে তা রপ্ত করতে থাকে। সে সময়ে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে একক অভিনয়ে সবার নজর কাড়ে। এরপর নিজের ইচ্ছা আর শিক্ষকদের প্রেরণায় সে অভিনয় অনুশীলনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় জেলা-উপজেলা পর্যায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।
সুরাইয়া আক্তার জুথি চতুর্থ শ্রেণিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল প্রতিযোগিতায় দারুণ নাম করে। তার নৈপুণ্যে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২২-২৩ সালে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সেরা হয়। জুথি নির্বাচিত হয় সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ও ম্যাচসেরা। এ ছাড়া ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দৌড়ে প্রথম, উপজেলায় উপস্থিত বক্তৃতা, দীর্ঘ লাফ ও উচ্চ লাফে তৃতীয়, চতুর্থ স্থানসহ কৃতিত্বের সাতটি সনদ ওঠে তার হাতে।
পরের বছর জাতীয় শিশু প্রতিযোগিতা ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়। আর উপস্থিত বক্তৃতা ও দীর্ঘ লাফে দ্বিতীয় এবং উচ্চ লাফে তৃতীয় হয়ে সে বছরে জুথি ছয়টি সনদ জেতে।
২০২২-২৩ সালে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে সব ধরনের দৌড় প্রতিযোগিতায় জুথি উপজেলা পর্যায় পারদর্শিতা দেখিয়েছে। এ বছর উপজেলা পর্যায়ে একক অভিনয় ও দৌড় প্রতিযোগিতায় তাকে কেউ হারাতে পারেনি। জুথি বর্তমানে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবে বিকেলে ফুটবল খেলার অনুশীলন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলনের স্বপ্ন দেখে এই খুদে খেলোয়াড়।
এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক ফরিদা পারভীন বলেন, ‘সুরাইয়া আক্তার জুথি অনেক মেধাবী।’
সুরাইয়ার বাবা রাজু আহমেদ পেশায় ট্রাকচালক, আর মা বেবী খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়। তাদের বাড়ি উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী কলোনিপাড়ায়। জুথি ভবিষ্যতে ফুটবলার হতে চায়। থাকতে চায় অভিনয়েও।
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১০ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে