Ajker Patrika

স্নাতকোত্তরে ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

আপডেট : ১৪ মে ২০২২, ১১: ০০
স্নাতকোত্তরে ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির অন্যতম সেরা মিলান বিশ্ববিদ্যালয়। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে ১৫৫ জনকে স্কলারশিপ দেওয়া হবে। ৫৫ জনকে পূর্ণ এবং ১০০ জনকে আংশিক স্কলারশিপ দেওয়া হবে।

‘মিলান ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের ৬ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৫ লাখ। দুই ধাপে স্কলারশিপ প্রদান করতে হবে। 

আবেদনকরীকে স্নাতকে ভালো ফলধারী হতে হবে। ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর পেতে হবে। আবেদনকৃত প্রোগ্রামের দেওয়া প্রয়োজনীয় সব শর্তাবলী পূরণ করতে হবে। 

আবেদনের শেষ সময় আগামী ৩০ মে।

বিস্তারিত জানতে ক্লিক করুন-

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত