Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটি আইসিপিসির চূড়ান্ত পর্বের রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৫৭
Thumbnail image

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) চূড়ান্ত পর্বের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আজ শুক্রবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের ফাইনাল পর্বের মক টেস্ট ১০ মার্চ এবং চূড়ান্ত প্রতিযোগিতা পরদিন ১১ তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের রেজিস্ট্রেশন ফি ৭ হাজার ৫০০ টাকা। পুরো প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ইউএস-বাংলা গ্রুপ। প্রিলিমিনারি প্রতিযোগিতায় ১২৮টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৪৮টি টিম অংশ নেয়। যেখান থেকেই প্রিলিমিনারি টেস্টের মাধ্যমে ১৭০টি টিম চূড়ান্ত হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিপিসির এশিয়াধীন ঢাকা অঞ্চল পর্বের প্রিলিমিনারি টেস্টে শীর্ষ স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ‘ডিইউ নট স্ট্রং এনাফ’ নামে একটি টিম প্রতিযোগিতায় প্রথম এবং বুয়েটের ‘পটেটোস’ দ্বিতীয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বার্লেক্যাম্প ম্যাসে’ তৃতীয় স্থান অর্জন করেছে। প্রিলিমিনারি টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭০টি টিম চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা সম্পর্কে আইসিপিসির কার্যনির্বাহী কমিটির চেয়ার ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, আইসিপিসি সারা বিশ্বে সর্বাধিক মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রোগ্রামিং শিখবে, তা নয়, চতুর্থ শিল্প চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তারা দক্ষ হয়ে গড়ে উঠবে। গ্রিন ইউনিভার্সিটি ও এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ ক্ষেত্রে ভবিষ্যতে আরও অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিশ্বের প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা হলো ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)। দলভিত্তিক এই আঞ্চলিক প্রতিযোগিতায় প্রতিটি দল থেকে মোট তিনজন শিক্ষার্থী অংশ নিয়ে থাকে। বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ আইসিপিসিতে অংশ নিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত