Ajker Patrika

পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি করেছে জাককানইবি

প্রতিনিধি
পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি করেছে জাককানইবি

জাককানইবি: অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে ভাবছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রয়োজনে আলাদা নীতিমালা করে হলেও পরীক্ষা নেওয়ার হবে। পরীক্ষা নেওয়ার বিষয়ে পরামর্শ দিতে বুধবার (৩০ জুন) কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার কৃষিবিদ ডঃ হুমায়ুন কবির। 

জানা যায়, বুধবার (৩০ জুন) অনলাইন পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ইউজিসি নীতিমালা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ডঃ হুমায়ুন কবির বলেন, 'ইউজিসির অনলাইন পরীক্ষা নীতিমালার সমন্বয় করে আমরা অনলাইন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে আলাদা নীতিমালা করে হলেও পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা আগ্রহী।' 

হঠাৎ লকডাউন ঘোষণায় চলমান সব পরীক্ষা স্থগিত করেছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। স্থগিত হওয়া এই পরীক্ষা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অফলাইন হবে নাকি বিকল্প পদ্ধতিতে অনলাইনে নেওয়া হবে এই নিয়ে তাৎক্ষণিক কোন মতামত প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রসঙ্গত, সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বাড়ি (৮টি বিভাগীয় শহরে) পৌঁছে দেয় জাককানইবি প্রশাসন। তবে স্থগিত হওয়া পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়েই শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত