Ajker Patrika

‘শুধু একাডেমিক বইয়ে ব্যস্ত না থেকে গবেষণায় সংযুক্ত থাকতে হবে’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘শুধু একাডেমিক বইয়ে ব্যস্ত না থেকে গবেষণায় সংযুক্ত থাকতে হবে’

নতুন জ্ঞান সৃষ্টির জন্য শুধু একাডেমিক বইয়ে ব্যস্ত না থেকে শিক্ষার্থীদের গবেষণায় সংযুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা আছে, তার মানে এই না যে তুমি কাউকে গিয়ে আঘাত করবে। বরং তোমরা বিশ্বায়নের প্রতিকূলতাকে মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন। 

আজ মঙ্গলবার মার্কেটিং বিভাগের আয়োজনে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমরা যদি ভালো কিছু করো তাহলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে আর খারাপ কিছু করলে দুর্নাম হবে। 

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হুরে জান্নাত অর্ণা ও তানজীম আহমেদের যৌথ সঞ্চালনায় এবং বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. হ‌ুমায়ূন কবির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।  

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।  

অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের ফুল ও বই দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তিন পর্বের এ অনুষ্ঠানে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত