Ajker Patrika

একই দিনে ইউরোপ-আমেরিকার দুই বৃত্তির খবর পেলেন সোমেল

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১: ৩৫
একই দিনে ইউরোপ-আমেরিকার দুই বৃত্তির খবর পেলেন সোমেল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মো. সোমেল ইসলাম। সম্প্রতি তিনি লার্জ স্কেল এক্সিলারেটর অ্যান্ড লেজারস বিষয়ে এমএসসি প্রোগ্রামে ইউরোপের মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন। এ বৃত্তি নিয়ে ভর্তি হয়েছেন ফ্রান্সের প্যারিস-স্যাকলে ইউনিভার্সিটিতে। সেখানে তিনি প্রথম সেমিস্টার শুরু করেছেন। তিনি বৃত্তি পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আজকের পত্রিকাকে। তাঁর কথাগুলো শুনেছেন মো. নূর এ আলম নুহাশ

প্রশ্ন: এ বৃত্তির জন্য কবে থেকে প্রস্তুতি শুরু করেছেন?
মো. সোমেল ইসলাম: দেশের বাইরে উচ্চশিক্ষার ইচ্ছা ছিল মাভাবিপ্রবির দ্বিতীয় বর্ষ থেকেই। তবে তখন থেকে প্রস্তুতি শুরু করতে পারিনি। অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে এ বৃত্তির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করি।

প্রশ্ন: নিজেকে প্রস্তুত করেছেন কীভাবে?
মো. সোমেল ইসলাম: স্নাতকে পড়ার সময়, বিশেষ করে চতুর্থ বর্ষে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে যেসব ডকুমেন্ট লাগে, তার তালিকা তৈরি করি। কোন স্কলারশিপের ডেডলাইন কবে, কোনটার জন্য কত ফি লাগে, কোনটা ফ্রি—সব তথ্য এক্সেল ফাইলে কালেক্ট করে রাখি। এরপর অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম দিয়ে আইইএলটিএস পরীক্ষা দিয়েছি।

প্রশ্ন: মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় ইরাসমাস মুন্ডাস বৃত্তির জন্য কবে আবেদন করেছেন?
মো. সোমেল ইসলাম: গত বছরের ডিসেম্বরের শেষের দিকে আবেদন করেছি। বৃত্তিগুলোর প্রক্রিয়া শেষ করতে অনেক সময়ের ব্যাপার। সব প্রক্রিয়া শেষ করতে প্রায় এক বছর লেগেছে।

প্রশ্ন: আবেদনের প্রক্রিয়া কেমন ছিল?
মো. সোমেল ইসলাম: ইরাসমাসের প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা ওয়েবসাইট থাকে। বেশির ভাগ প্রোগ্রামে আবেদন করতে কোনো ফি লাগে না। আবেদন করা খুব সহজ। যেসব ডকুমেন্ট লাগে, সেগুলো পিডিএফ করে আপলোড করতে হয়।

প্রশ্ন: এ বৃত্তির জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয়েছে?
মো. সোমেল ইসলাম: প্রায় সব স্কলারশিপের জন্য একই টাইপের ডকুমেন্ট প্রয়োজন হয়, যেমন ধরুন মোটিভেশন লেটার/কভার লেটার/ স্টেটমেন্ট অব পারপাস, রিকমেন্ডেশন লেটার, সিভি, বিএসসি/এমএসসি সার্টিফিকেট এবং আইইএলটিএস/ এমওআই। আমাকে ইরাসমাসে আবেদনের জন্য প্রুফ অব রেসিডেন্স নামের আলাদা একটা তথ্য জমা দিতে হয়েছে। যেটাতে আমি নাগরিকত্ব সনদের ইংরেজি ভার্সন দিয়েছিলাম।

প্রশ্ন: এ বৃত্তির যোগ্যতা ও দক্ষতা কেমন ছিল?
মো. সোমেল ইসলাম: যেকোনো স্কলারশিপের জন্য ভালো সিজিপিএ হলো প্লাস পয়েন্ট। পাশাপাশি ভালো মোটিভেশন লেটার, শক্তিশালী রিকমেন্ডেশন লেটার আর সিভি প্রার্থীকে অনেকাংশে এগিয়ে রাখে। সিজিপিএ খারাপ থাকলে যদি পাবলিকেশন্স বা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, তাহলে সেটা সিজিপিএর গ্যাপ অনেকটা কভার করে। আমার ক্ষেত্রে সিজিপিএ ছিল এভারেজ। রিসার্চ এক্সপেরিয়েন্স আর ভালো সিভি/মোটিভেশন লেটার আমার ক্ষেত্রে কাজে দিয়েছে। দিন শেষে স্কলারশিপ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি কীভাবে অ্যাডমিশন কমিটির কাছে নিজেকে তুলে ধরতে পারবেন, সেটা আপনার ওপর নির্ভর করে।

প্রশ্ন: দূতাবাসের সাক্ষাৎকার কীভাবে ফেস করেছেন?
মো. সোমেল ইসলাম: স্কলারশিপ হোল্ডারদের জন্য এম্বাসি ফেস করা খুব সহজ। যেসব ডকুমেন্ট লাগে, তা ইউনিভার্সিটি/প্রোগ্রাম কর্তৃপক্ষ প্রোভাইড করে। ডকুমেন্টগুলো গুছিয়ে নিয়ে গেলেই হয়।

প্রশ্ন: বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল?
মো. সোমেল ইসলাম: স্কলারশিপ পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। যেদিন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের সংবাদ পাই, ঠিক একই দিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছি পিএইচডির অফার। দেশটির ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে ন্যানোসায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ বৃত্তি দেওয়া হয়। পরের সাত দিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কোন দিকে যাব। শেষমেশ ইরাসমাস স্কলারশিপে ইউরোপে চলে আসি।

প্রশ্ন: প্যারিস-স্যাকলে ইউনিভার্সিটিতে আপনার আবাসনের ব্যবস্থা কেমন?
মো. সোমেল ইসলাম: আমি ইউনিভার্সিটি এরিয়ায় রেসিডেন্সে থাকি। আমার প্রোগ্রাম থেকে আবাসনের জন্য হেল্প করেছে। সে ক্ষেত্রে আমার খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি।

প্রশ্ন: যাঁরা আপনার মতো বৃত্তি নিয়ে পড়তে যেতে চান, তাঁদের জন্য কী পরামর্শ দেবেন?
মো. সোমেল ইসলাম: স্কলারশিপ সিকিউর করার জন্য যতটা পারা যায় রেজাল্ট ভালো রাখতে হবে। পাশাপাশি পেপার পাবলিশের চেষ্টা করতে হবে। আইইএলটিএস/ জিআরইতে ভালো স্কোর করতে হবে। মনে রাখতে হবে, স্কলারশিপ মানে অনেক বড় সুযোগ, যা টাকা দিয়ে মাপা সম্ভব নয়। এই অর্জন আজীবন নিজের জীবনবৃত্তান্তে রয়ে যাবে। যারা উচ্চশিক্ষায় আগ্রহী, তাদের বলব, হাল ছাড়া যাবে না। নিজের প্রোফাইল স্ট্রং করে এমন অ্যাকটিভিটিসে অংশ নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

  জবি প্রতিনিধি
জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এদিন (১৩ ডিসেম্বর) ’ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে এই পরীক্ষা। ‎

‎এবার ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৫১ জন। পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে। পরীক্ষায় মোট দেড় ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ২৫১ জন প্রার্থী অংশ নেবেন। পরীক্ষা শহীদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে না। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করেছে, যাতে কোনো ধরনের অসুবিধা বা বিভ্রান্তি না হয়।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। আগামীকাল ‘ই’ ইউনিটের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। তিনি আরও জানান, পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।

‎এ ছাড়া এবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।‎

‎এর আগে, ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এই ইউনিটে আবেদন জমা পড়ে মোট ৭২ হাজার ৪৬৩টি; কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষায় আবেদন জমা পড়ে মোট ৭৯ হাজার ৭৯৬টি; ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষায় ২০ হাজার ৬৮৪ জন; সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষায় ২৫ হাজার ৮২০ জন; চারুকলা অনুষদভুক্ত ই ইউনিটের পরীক্ষায় ১ হাজার ২৫১ জন আবেদন করেন। মোট আবেদন করেছেন ২ লাখ ১৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জকসু নির্বাচন: ৩৪ পদে লড়বেন ১৮৯ জন

জবি প্রতিনিধি 
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ৩৪ পদে ১৮৯ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গতকাল বৃহস্পতিবার রাতে জকসুর অফিশিয়াল ওয়েবসাইটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২১ পদে ১৫৬ এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থীর নাম প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকা থেকে ৪২ জনকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের ৩৮ এবং হল সংসদের ৪ জন রয়েছেন।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচনী তফসিলের (সংশোধিত) ক্রম ১২ অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। তবে প্রাথমিক তালিকায় নাম থাকা কয়েকজনের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলমান থাকায় তাঁদের নাম চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে তাঁদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ‎

‎এদিকে, রাত দেড়টায় ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, জকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ভিপি (সহসভাপতি) পদে ১৩, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

‎এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪, শিক্ষা ও গবেষণা পদে ৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭, ক্রীড়া সম্পাদক পদে ৭, পরিবহন সম্পাদক পদে ৪, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ এবং সদস্য পদে ৫৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৩, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২, সংস্কৃতি সম্পাদক পদে ৪, পাঠাগার সম্পাদক পদে ২, ক্রীড়া সম্পাদক পদে ২, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

‎সংশোধিত তফসিল অনুযায়ী, ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন হয়। ১১ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১৩ ও ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ ডিসেম্বর প্রত্যাহার করা তালিকা প্রকাশ, ১৪ থেকে ২৭ ডিসেম্বর প্রচার, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ভোট গণনা এবং ৩০ বা ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিক্ষা ক্যাডার: পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৮
শিক্ষা ক্যাডার: পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হলেন ২৭০৬ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দিয়েছে সরকার। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২ হাজার ৭০৬ শিক্ষক। এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে ৯৯৫ জন অধ্যাপক হয়েছেন। আর সহকারী অধ্যাপক থেকে ১ হাজার ৭১১ জন হয়েছেন সহযোগী অধ্যাপক।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনের বলা হয়েছে, নতুন অধ্যাপকেরা চতুর্থ গ্রেডে ও সহযোগী অধ্যাপকেরা পঞ্চম গ্রেডে বেতন পাবেন। পদোন্নতিপ্রাপ্তদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর একসঙ্গে ১ হাজার ৮৭০ প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়। এর মধ্যে দিয়ে তিন সপ্তাহের মধ্যে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। অর্থাৎ শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য তিনটি স্তরেই পদোন্নতি দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, শেষ ২০ ডিসেম্বর

শিক্ষা ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তিতে ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে সেকেন্ড টাইমের প্রার্থীদের ৪ নম্বর কাটা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০, ‘এ-২’ (আর্কিটেকচার) ফি ১ হাজার ৪০০ এবং ‘বি’ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ বা কারিগরি) বা আলিম বা ডিপ্লোমা ইন কমার্স বা সমমান, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ বা কারিগরি) বা দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের প্রক্রিয়া শেষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি বেলা ৩টা থেকে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি ও জমা দেওয়ার পদ্ধতি ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত