Ajker Patrika

১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস–পরীক্ষা নিতে পারবে ঢাবি

ঢাবি প্রতিনিধি
১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস–পরীক্ষা নিতে পারবে ঢাবি

আগামী ১৭ অক্টোবর থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা নিতে পারবে। 

আজ বৃহস্পতিবার বিকেলে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ডিনস কমিটির এক মিটিংয়ে এ সুপারিশ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি আজকের পত্রিকা কে নিশ্চিত করেছেন।

গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ১৬ অক্টোবরের পূর্বে অন্তত এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীর সংখ্যা শতভাগ হয়ে যাবে। সে হিসেবে ১৭ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়েছে। আজকের সিদ্ধান্তটা সবার জন্যই অনেকটা নমনীয় করা হয়েছে। যে সব বিভাগে বা ব্যাচে শতভাগ শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নেননি, সে বিভাগের শিক্ষক চাইলে তাঁর নির্ধারিত কোর্সের শতকরা ৪০ ভাগ অনলাইনে নিতে পারবেন। বাকি ৬০ ভাগ সরাসরি নেবেন। এ ছাড়াও চলমান পরীক্ষাগুলো যেভাবে শুরু হয়েছে সেভাবে শেষ করতে হবে। অনলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অনলাইনে এবং অফলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অফলাইনে হবে। 

তিনি আরও বলেন, প্রতিটি বিভাগেই ১৭ অক্টোবরে ক্লাস শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিভাগগুলো তাঁদের সুবিধামতো ক্লাস ও পরীক্ষা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত