আজকের পত্রিকা ডেস্ক
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে।
আজ রোববার আজকের পত্রিকাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আগামী ১২ ডিসেম্বর এ লটারি হওয়ার কথা ছিল।
মাউশি সূত্র বলছে, সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন।
সূত্র বলছে, সরকারি স্কুলগুলোয় ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।
আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোয় ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।
সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে।
আজ রোববার আজকের পত্রিকাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আগামী ১২ ডিসেম্বর এ লটারি হওয়ার কথা ছিল।
মাউশি সূত্র বলছে, সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন।
সূত্র বলছে, সরকারি স্কুলগুলোয় ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।
আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোয় ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।
সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।
ঢাকা মহানগরীর নিউমার্কেট থানাধীন ঢাকা কলেজে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তি করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৩০ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিবন্ধী, সাংস্কৃতিক ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ শিক্ষার্থী এবং প্রবাসীদের সন্তানদের ভর্তি প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করা যাবে।
৮ ঘণ্টা আগেসরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। শিক্ষাপ্রতিষ্ঠান বা অফিস থেকে বের হওয়ার আগে রুমের বৈদ্যুতিক সুইচগুলো ও এসির প্লাগ বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে বলা হয়েছে শিক
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্যের রিচ অক্সফোর্ড আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে সম্পূর্ণ অর্থায়নকৃত এই বৃত্তি।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক পরীক্ষা বোর্ড অক্সফোর্ডএকিউএ প্রথমবারের মতো বাংলাদেশে বিজ্ঞানবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দেশের শীর্ষ ইংরেজি মাধ্যম স্কুলগুলোর শতাধিক শিক্ষক অংশ নেন।
১ দিন আগে