Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দিষ্ট বুথে টিকা দেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ০৩
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্দিষ্ট বুথে টিকা দেওয়ার নির্দেশ 

দেশের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার লক্ষ্যে নানা নির্দেশনা দিচ্ছে সরকার। এবার জাতীয় ও উন্মুক্তসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে কেন্দ্রে বুথ নির্দিষ্ট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। 

আদেশে বলা হয়, ‘জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষার্থীদের (ও লেভেল বা এ লেভেল) করোনার টিকা দেওয়ার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালের প্রতিটিতে একটি করে বুথ নির্দিষ্ট করতে হবে। এ ছাড়া ঢাকা জেলার জন্য ডিএনসিসি করোনা ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক বুথ নির্দিষ্ট করার অনুরোধ করা হলো।’ 

অফিস আদেশে আরও বলা হয়, ‘শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত করে টিকা কার্ডের মাধ্যমে টিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

তবে রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিলে টিকা সার্টিফিকেট পাবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। 

এর আগে গত ১১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনারোধী টিকার বিষয়ে তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা হয় সরকারের। সভায় প্রতিটি উপজেলা বা থানায় নির্ধারিত বুথ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ