Ajker Patrika

দেশের উন্নয়নে হাতে হাত মিলিয়ে কাজ করব: বুয়েট উপাচার্য

শিক্ষা ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৪: ৫৫
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়নে সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। গত ১৬ জুলাই বুয়েটে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৫ ও ১৬ জুলাই দুই দিনব্যাপী বুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বুয়েট উপাচার্য বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি শুধু স্মৃতি হিসেবেই থাকবে না, আজ এখান থেকে সেই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আমরা দেখেছি বর্বরতা; আমরা দেখেছি পিটিয়ে হত্যা করার মতো ঘটনা। পুনর্জাগরণের জন্য যারা যুদ্ধ করেছে, নিহত হয়েছে, আহত হয়েছে– তাদের উদ্দেশ্য সফল করার জন্য আমাদের সব ধরনের বর্বরতা এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম নৈতিক সমাজ তৈরি করতে। সে পথেই আমাদের এগোতে হবে। তা না হলে এই বলিদান, আত্মাহুতির কোনো মূল্য থাকবে না। আমি শুধু মুখে মুখে বলব আর সেটা কাজকর্মে প্রকাশিত হবে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এতে আমাদের উদ্দেশ্য ব্যর্থ হবে; আত্মাহুতি বিফলে যাবে। আমরা দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, তৃতীয়বার আমাদের জন্য সে সুযোগ না-ও আসতে পারে।

বুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, কয়েক দিন আগে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পরে প্রতিবাদ করার জন্য বুয়েট ও ঢাবি থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু এমন প্রতিবাদে অশ্লীল ভাষার ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। প্রতিবাদের বিষয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু সেটা নৈতিকতা বিসর্জন দিয়ে নয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আন্দোলনের অভিজ্ঞতা শেয়ার করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে বুয়েটের ঘটনাবলির একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া অনুষ্ঠানে বুয়েটের অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্দোলনে তাঁদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা শেয়ার করেন।

উপ-উপাচার্য বলেন, বিগত ৭৫ বছরে পাঁচটি গণঅভ্যুত্থানের ঘটনা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে ঘটেনি। জনগণের জীবন যখন শুকনো পাতার মতো হয়ে যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ হয়– তখন তার ফলে একটি স্ফুলিঙ্গ থেকে দাবানল তৈরি হয়। সব গণঅভ্যুত্থানে এটাই বারবার ঘটতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত