শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাব্যবস্থার শুধু রূপান্তর নয়, পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে এই সোনার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে নীলনকশা করেছে ওরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু হয়।’
আজ রোববার বিকেলে গাজীপুর শ্রীপুরে উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খেলাধুলার মধ্যে সততার চর্চা হয়, খেলার মাঠে হারজিত মেনে নেওয়ার মনমানসিকতা তৈরি হয় খেলার মাঠে থেকে। আড়াই হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা সভ্য জীবন যাপন করত, তবে আমরা তাদের উত্তরসূরি হয়ে কেন পারব না। স্মার্ট বাংলাদেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রার মহান সারথি আজকের প্রজন্মের শিক্ষার্থীরা।’
দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, আসনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করি। এরপর আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আমরা একটি বীরের জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের পক্ষে সম্ভব বিশ্বের বুকে আধুনিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। নতুন শিক্ষা কার্যক্রমের জন্য ২৬ বই নতুন করে তৈরি করা সামান্য কথা নয়।’
পাঠ্যবই বিষয়ে মন্ত্রী বলেন, ‘একটি পক্ষ পাঠ্যবই নিয়ে তুলকালাম কাণ্ড করছে, শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে না পেরে পাঠ্যবই নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়ে চারদিকে মিথ্যা ছড়ানো হচ্ছে।’ যারা এ ধরনের আগ্রাসন চালাচ্ছে, তাদের সাবধান হতে বলেন মন্ত্রী।
পিয়ার আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির মোড়লসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাব্যবস্থার শুধু রূপান্তর নয়, পরিবর্তন ঘটাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে এই সোনার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে নীলনকশা করেছে ওরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু হয়।’
আজ রোববার বিকেলে গাজীপুর শ্রীপুরে উপজেলার পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খেলাধুলার মধ্যে সততার চর্চা হয়, খেলার মাঠে হারজিত মেনে নেওয়ার মনমানসিকতা তৈরি হয় খেলার মাঠে থেকে। আড়াই হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষেরা সভ্য জীবন যাপন করত, তবে আমরা তাদের উত্তরসূরি হয়ে কেন পারব না। স্মার্ট বাংলাদেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রার মহান সারথি আজকের প্রজন্মের শিক্ষার্থীরা।’
দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, আসনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করি। এরপর আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারি না। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। আমরা একটি বীরের জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের পক্ষে সম্ভব বিশ্বের বুকে আধুনিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে। নতুন শিক্ষা কার্যক্রমের জন্য ২৬ বই নতুন করে তৈরি করা সামান্য কথা নয়।’
পাঠ্যবই বিষয়ে মন্ত্রী বলেন, ‘একটি পক্ষ পাঠ্যবই নিয়ে তুলকালাম কাণ্ড করছে, শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে না পেরে পাঠ্যবই নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। নতুন শিক্ষানীতি নিয়ে চারদিকে মিথ্যা ছড়ানো হচ্ছে।’ যারা এ ধরনের আগ্রাসন চালাচ্ছে, তাদের সাবধান হতে বলেন মন্ত্রী।
পিয়ার আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির মোড়লসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দি
৪ ঘণ্টা আগে২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে অর্থাৎ গত বছরের মতো তিনটি পৃথক অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগে২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে