Ajker Patrika

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন ভিসি রুবানা হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪৯
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন ভিসি রুবানা হক

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী নেতা রুবানা হক। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি।

আজ মঙ্গলবার রুবানা হককে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই এ নিয়োগ কার্যকর হবে। 

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাওয়ের স্থলাভিষিক্ত হলেন রুবানা হক। নারীদের জন্য বিশেষায়িত এ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর উপাচার্য ছিলেন নির্মলা রাও। তিনি অবসরে গেছেন। 

ব্যবসায়ী রুবানা হক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি সদস্য ছিলেন। সর্বশেষ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 

এ ছাড়া রুবানা হক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস ও হার্ভার্ড ইউনিভার্সিটির এশিয়া সেন্টারের ভিজিটিং ফেলো।

রুবানা হক মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক। জিএমইএর নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন তিনি।

রুবানা ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুবার ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে স্থান পেয়েছিলেন।

রুবানা হকের জন্ম ১৯৬৪ সালে ৯ ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরুষোত্তম লালের প্রকাশনা সংস্থা ও রাইটারস ওয়ার্কশপের ওপর ‘রাইটারস ওয়ার্কশপ: এজেন্ট অব চেঞ্জ’ বিষয়ে পিএইচডি করেছেন। ২০০৮ সালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ পাস করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত