Ajker Patrika

পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিল জাককানইবি ছাত্রলীগ

প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২১, ১২: ৩৬
পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিল জাককানইবি ছাত্রলীগ

জাককানইবি: বৈশ্বিক করোনা মহামারির কারণে ১৫ মাস বন্ধ থাকার পর ১৩ জুন থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। তবে করোনা সংক্রমণ রোধে আবাসিক হল চালু না করায় বিপাকে পরীক্ষার্থীরা। এই পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

জানা যায়, গতকাল (২০ জুন) রোববার বিকেল ৫টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন অধিগ্রহণকৃত জমি ক্যাম্পাসের চেকপোস্টসংলগ্ন এলাকায় আগে স্থাপিত মেসগুলোয় ছেলে শিক্ষার্থীদের ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ ছাত্রলীগ এ উদ্যোগ নেয়। এ বিষয়ে সার্বিক সহায়তা করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব।

রাকিবুল হাসান রাকিব বলেন, পরিত্যক্ত এই মেস দুটি ছাত্রলীগের কর্মীরা বসবাস উপযোগী করে তুলেছেন। আর এখন যেহেতু করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলাফেরা করার আহ্বান রইল।

সুবিধাভোগী বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, `এই মেসগুলোতে থাকার ব্যবস্থা করায় আমরা অনেক উপকৃত হলাম। আমাদের মেস ভাড়ার ভোগান্তি লাঘব হলো এবং স্বাস্থ্যঝুঁকি কিছুটা হলেও কমল।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত