Ajker Patrika

ক্যানসারে আক্রান্ত হয়ে চবি শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি, চবি
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১: ০৪
ক্যানসারে আক্রান্ত হয়ে চবি শিক্ষকের মৃত্যু

 দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া (৩০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইব্রাহিম হোসাইন।

ইব্রাহিম হোসাইন জানান, প্রভাষক বাসবী বড়ুয়া ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক মাস ধরে তাঁর অবস্থা বেশি খারাপ ছিল। এ সময় তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি খাওয়া–দাওয়া করতে পারতেন না। যার কারণে ওজন কমে গিয়েছিল। সর্বশেষ তাঁকে ম্যাক্স হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

চট্টগ্রাম বৌদ্ধবিহারে তাঁর মরদেহ বেলা ১১টা পর্যন্ত রাখা হবে। পরে বেলা ২টায় পটিয়ার তেকোটা-মুকুটনাইটের বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

বাসবী বড়ুয়া চট্টগ্রামের পটিয়া থানার তেকোটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ভারতের দিল্লির জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের ওপর বিভিন্ন গবেষণাপত্র রচনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ