Ajker Patrika

এক মেয়াদের বেশি উপাচার্য থাকার দরকার নেই: ইউজিসি চেয়ারম্যান

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২৩: ৩০
এক মেয়াদের বেশি উপাচার্য থাকার দরকার নেই: ইউজিসি চেয়ারম্যান

এক মেয়াদের বেশি উপাচার্য থাকার দরকার নেই বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। পরপর তৃতীয় মেয়াদে উপাচার্য হওয়ার নিয়ম আছে কি না, সেটিও জানা নেই বলে উল্লেখ করেন তিনি। 

আজ সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন কাজী শহীদুল্লাহ। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁকে উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হয়েছিল। আদালত রুল জারিও করেছিলেন। এই দুই মেয়াদে একাধিকবার অনিয়ম-দুর্নীতিসহ নানা বিতর্কে জড়িয়েছেন অধ্যাপক ফারজানা ইসলাম। 

অধ্যাপক ফারজানার মেয়াদ শেষের দিকে। তৃতীয় মেয়াদে তাঁর নিয়োগ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, ‘এক মেয়াদের বেশি উপাচার্য থাকার দরকার নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৃতীয় মেয়াদে থাকবে কি না, সেটা সরকার জানে। তবে তৃতীয় মেয়াদে উপাচার্য হওয়ার নিয়ম আমার জানা নেই।’ 

এদিকে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ১৬ মার্চ থেকে এ পর্যন্ত একদিনও সশরীরে অফিস করেননি উপাচার্য অধ্যাপক ফারজানা। যদিও এ সময়টাতে বিভিন্ন অনলাইন অনুষ্ঠানে তাঁকে যোগ দিতে দেখা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উপাচার্য ঘর থেকে অফিস করেন, সেটা করোনা পরিস্থিতি বিবেচনা করে। স্বাস্থ্যগত সমস্যা হলে তো কিছুই করার নেই। আর এ ব্যাপারে ইউজিসিতে কেউ লিখিতও দেয়নি। তবে অফিসে এসে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো।’ 

বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে কাজী শহীদুল্লাহ বলেন, ‘আজকের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি, অর্থনীতি, নেতৃত্বের নান্দনিকতা নিয়ে গবেষণা হচ্ছে, আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা কেউ তুলছে না, বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি তিনি সুখী হতে পারতেন? পারতেন না। দেশে গরিবের সংখ্যা অনেক কমেছে, কিন্তু আমরা কেউ সুখী নই।’ 

‘বঙ্গবন্ধুর নান্দনিক নেতৃত্ব এবং মানবমুক্তির অগ্রযাত্রা’ শীর্ষক প্রবন্ধ পাঠের সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক আতিউর রহমান বলেন, ‘স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশকে শূন্য থেকে উন্নতির শীর্ষে নিয়ে গিয়েছে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু যখন দেশের হাল ধরেন তখন মাথাপিছু আয় ছিল ৯৩ মার্কিন ডলার। ১৯৭৫ সালে সেই আয় এসে ২৭৩ মার্কিন ডলারে পৌঁছায়। ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর মাথাপিছু আয়ের একই অবস্থায় পৌঁছতে এক দশকেরও বেশি সময় লেগে যায় বাংলাদেশের।’ 

 ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, জাবি উপ-উপাচার্য (শিক্ষা) নূরুল আলম, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসিম বানু প্রমুখ। 

এ সম্মেলনে জার্মানি, সুইডেন, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদেরা অংশ নেন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে শতাধিক গবেষণা প্রবন্ধ পাঠ করা হয়। আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করে। 

সম্মেলনে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস-উল-আলমকে বঙ্গবন্ধু কর্নারের প্রবক্তা হিসেবে সম্মাননা দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত