রাবি প্রতিনিধি
চলতি মাসেই ক্যাম্পাস ও আবাসিক হলসমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।
এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় মেস মালিকেরা যেন মেসের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সেই ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ পরীক্ষা নিচ্ছে। এ মাসেই আরও কিছু বিভাগের পরীক্ষা শুরু হবে। ফলে মেসে শিক্ষার্থীদের সিট সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা মেসে গাদাগাদি করে থাকছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অথচ হল খোলা থাকলে শিক্ষার্থীরা আরও নিরাপদে থাকতে পারবে। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন যে হল বন্ধ রেখেছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। পরীক্ষার তারিখ ঘোষণার সঙ্গে প্রশাসনের উচিত ছিল হল খোলার সিদ্ধান্ত নেওয়া।
গণিত বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, অধিকাংশ বিভাগের পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এসেছে। কিন্তু এরপরেও ক্যাম্পাস ও হল বন্ধ রাখা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ২৫-৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে সময় বেঁধে দেন। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।
চলতি মাসেই ক্যাম্পাস ও আবাসিক হলসমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।
এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় মেস মালিকেরা যেন মেসের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সেই ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ পরীক্ষা নিচ্ছে। এ মাসেই আরও কিছু বিভাগের পরীক্ষা শুরু হবে। ফলে মেসে শিক্ষার্থীদের সিট সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা মেসে গাদাগাদি করে থাকছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অথচ হল খোলা থাকলে শিক্ষার্থীরা আরও নিরাপদে থাকতে পারবে। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন যে হল বন্ধ রেখেছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। পরীক্ষার তারিখ ঘোষণার সঙ্গে প্রশাসনের উচিত ছিল হল খোলার সিদ্ধান্ত নেওয়া।
গণিত বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, অধিকাংশ বিভাগের পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এসেছে। কিন্তু এরপরেও ক্যাম্পাস ও হল বন্ধ রাখা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ২৫-৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে সময় বেঁধে দেন। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে সোমবার ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ রানার্সআপ হওয়া আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের অর্থ ও অনুপ্রেরণা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
৯ ঘণ্টা আগেরাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
১০ ঘণ্টা আগেদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নে সার্চ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটি সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টাকে। কমিটির সদস্য আছেন আরও চারজন।
১২ ঘণ্টা আগে