Ajker Patrika

রাবিতে হল-ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি
রাবিতে হল-ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চলতি মাসেই ক্যাম্পাস ও আবাসিক হলসমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান।

এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় মেস মালিকেরা যেন মেসের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সেই ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ পরীক্ষা নিচ্ছে। এ মাসেই আরও কিছু বিভাগের পরীক্ষা শুরু হবে। ফলে মেসে শিক্ষার্থীদের সিট সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীরা মেসে গাদাগাদি করে থাকছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অথচ হল খোলা থাকলে শিক্ষার্থীরা আরও নিরাপদে থাকতে পারবে। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে প্রশাসন যে হল বন্ধ রেখেছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। পরীক্ষার তারিখ ঘোষণার সঙ্গে প্রশাসনের উচিত ছিল হল খোলার সিদ্ধান্ত নেওয়া। 

গণিত বিভাগের শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, অধিকাংশ বিভাগের পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এসেছে। কিন্তু এরপরেও ক্যাম্পাস ও হল বন্ধ রাখা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ২৫-৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে সময় বেঁধে দেন। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ