Ajker Patrika

আরব আমিরাতে উচ্চশিক্ষা: বৃত্তি নিয়ে পড়তে চাইলে

Thumbnail image

সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক বৃত্তি দিয়ে থাকে। ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার পরে সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দেয়। ২০২৪ সালে দেশটি বিএস, এমএস ও পিএইচডির জন্য বৃত্তি দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে খলিফা ইউনিভার্সিটি, আবুধাবি ইউনিভার্সিটি ও দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটি। এসব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রস্তাব করে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সম্পূর্ণ অর্থায়নে বৃত্তির প্রস্তাব করেছে। পড়াশোনা ছাড়াও শিক্ষার্থীদের কাজের জন্য এখানে পর্যাপ্ত সুযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বিএস, এমএস ও পিএইচডির জন্য ২০২৪-২৫ সেশনে যেসব বৃত্তি দেওয়া হচ্ছে, সেগুলো হলো—

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিশ্ববিদ্যালয় বৃত্তি
আবুধাবি বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর করার জন্য আন্তর্জাতিক ও দেশীয় উভয় শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টি পুরো আরব অঞ্চলে নবম স্থান অধিকার করে আছে। এ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে আপনি স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়তে পারবেন। 
লিঙ্ক: (https://www.adu.ac.ae/en/study/financials/scholarships)

খলিফা ইউনিভার্সিটি বৃত্তি
খলিফা ইউনিভার্সিটি আরেকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, যেটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রদান করে। বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অর্থায়ন দিয়ে থাকে। খলিফা বিশ্ববিদ্যালয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ আছে। যোগ্য শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, পাঠ্যপুস্তক, বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ের বাসস্থান, মেডিকেল সুবিধা, ফ্লাইট এবং ভিসা ফি বিশ্ববিদ্যালয় দেবে। 
লিঙ্ক: https://opportunitiesc orners.com/khalifa-university -scholarship-2024 /

সম্পূর্ণ অর্থায়নে মোহাম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয় বৃত্তি 
মোহাম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের স্নাতকোত্তর বা ডক্টরাল ডিগ্রি করার জন্য বৃত্তি দেবে। এ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযগো দেবে। মোহাম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয় বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ১০০ শতাংশ টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বিনা মূল্যে আবাসন, পরিবহন সুবিধা, স্বাস্থ্যবিমা ও অনুষদের তত্ত্বাবধান খরচ পাবেন। 
লিঙ্ক: (https://mbzuai.ac.ae/study/admission-process)

দুবাই বৃত্তি 
আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দুবাইতে বিভিন্ন বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তি পেলে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। 
লিংক: (https://aud.edu/admissions/scholarships/)

সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় 
সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি আরব আমিরাতের আল আইনে অবস্থিত। এই বৃত্তি প্রোগ্রামটি সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ে স্নাতক অধ্যয়ন, স্নাতকোত্তর এবং পিএইচডি অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বাসস্থান ভাতা, স্বাস্থ্যবিমাসহ সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে। 
লিংক: (https://www.uaeu.ac.ae/)

সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আরও বৃত্তির তথ্য পাওয়া যাবে। 

অনুবাদ: আবিদা সুলতানা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত