মুসাররাত আবির
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস হলো ‘নেটফ্লিক্স’। এই নেটফ্লিক্সের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মার্ক র্যানডলফ। তিনি ও রিড হেসটিংস মিলে ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ায় তাঁদের ব্যবসা শুরু করেন। মার্ক র্যানডলফ পড়াশোনা করেছেন ভূতত্ত্ব নিয়ে।
যৌথভাবে রেডের সঙ্গে নেটফ্লিক্স প্রতিষ্ঠার আগেও তিনি ছয়-ছয়টি সফল প্রকল্পের উদ্যোক্তা ছিলেন। সেগুলো শূন্য থেকে বড় করে কোটি টাকায় বিক্রি করেছেন অন্যান্য বড় প্রতিষ্ঠিত কোম্পানির কাছে। ২০০৪ সালে মার্ক নেটফ্লিক্স থেকে অবসর গ্রহণ করেন। এখন মার্ক র্যানডলফ ডট কম নামে তাঁর একটা নিজস্ব ওয়েবসাইট আছে। এখানে তিনি সরাসরি মেইলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যার সমাধান দেন, পরামর্শ দেন।
সমস্যার সমাধানই তাঁর কাছে বড় ‘বিনোদন’। লিংকডইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক করপোরেট সংস্কৃতি এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে কী করণীয় তা নিয়ে আলোচনা করেছেন।
সঙ্গ খুঁজুন বুঝে-শুনে
আপনি যা চান তা-ই করা শুরু করুন। আপনার এমন কোনো চাকরি করা উচিত যা আপনাকে আপনার পছন্দের ক্যারিয়ারের দিকে নিয়ে যেতে পারে। তবে ভেবেচিন্তে মানুষের সঙ্গে মিশতে হবে। প্রথমবার যাঁরা চাকরি করা শুরু করেন, তাঁদের কাছে সবকিছুই নতুন মনে হয়। কর্মজীবন শুরু করার সময় অনেক লোক খুব পছন্দের হয়। কিন্তু তাঁরা আসলে আপনাকে সঠিক পথে চলতে বাধা দেন, যা আপনার পছন্দসই ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে আপনি আপনার ক্যারিয়ারকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান।
কাজ শিখুন সেরাদের থেকে
আপনার আশপাশের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে খুঁজে বের করুন। এরপর তাঁর সঙ্গে বন্ধুত্ব করুন, তাঁর থেকে কাজ শিখুন। এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে গুরুত্বসহকারে নেবেন। তাঁরা আপনাকে যেভাবে কাজ করতে বলবেন, সেভাবেই করুন। তাঁদের সব প্রশ্নে আপনার উত্তর যেন ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাম’ হয়। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে তাঁরা কীভাবে তাঁদের কাজ করেন। আমাদের অনেকেরই শেখার মন-মানসিকতা নেই। কাজ যত ছোটই হোক না কেন, আপনার উদ্দেশ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আগে আপনার আগ্রহের কাজটি শিখে নেওয়া।
ইন্টার্নশিপের গুরুত্ব
আপনার যতই প্রাতিষ্ঠানিক সনদ থাকুক না কেন, দিন শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম হাতিয়ার হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া আপনার যত ডিগ্রিই থাকুক না কেন, কেউ আপনাকে নেবে না। আর আপনি যদি অভিজ্ঞতা ছাড়াই পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন, আপনাকে প্রথমেই বাদ দিয়ে দেবে। কারণ চাকরির লাইনে আপনার চেয়েও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মানুষ দাঁড়িয়ে আছেন। ইন্টার্নশিপ ছাত্রদের পছন্দসই ক্ষেত্রে হাতে-কলমে কাজ করার সুযোগ প্রদান করে। এটা তাঁদের চাকরির জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে তৈরি করে।
কৌশলী হতে হবে
আমার কর্মজীবনে আমি যা অর্জন করেছি তার বেশির ভাগই এই কৌশল ব্যবহার করে হয়েছি। প্রায় প্রতিটি ব্যবসায় আমি প্রথমে বিনা মূল্যে পরিষেবা প্রদান করেছি। এরপর যাঁরা আগে ওই কাজটা করেছেন, তাঁদের খুঁজে বের করে তাঁদের মতামত নিই। আমার কাছে আর্থিক ব্যাপারের আগে কাজটা ভালোমতো শেখা বেশি গুরুত্বপূর্ণ। উদারতা মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। উদারতা ও ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে আপনি কোথাও স্বস্তি পাবেন না। মার্ক এবং আমি উভয়েই সফলভাবে এটি করেছি এবং আপনিও করতে পারেন।
সূত্র: লিংকডইন
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস হলো ‘নেটফ্লিক্স’। এই নেটফ্লিক্সের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মার্ক র্যানডলফ। তিনি ও রিড হেসটিংস মিলে ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ায় তাঁদের ব্যবসা শুরু করেন। মার্ক র্যানডলফ পড়াশোনা করেছেন ভূতত্ত্ব নিয়ে।
যৌথভাবে রেডের সঙ্গে নেটফ্লিক্স প্রতিষ্ঠার আগেও তিনি ছয়-ছয়টি সফল প্রকল্পের উদ্যোক্তা ছিলেন। সেগুলো শূন্য থেকে বড় করে কোটি টাকায় বিক্রি করেছেন অন্যান্য বড় প্রতিষ্ঠিত কোম্পানির কাছে। ২০০৪ সালে মার্ক নেটফ্লিক্স থেকে অবসর গ্রহণ করেন। এখন মার্ক র্যানডলফ ডট কম নামে তাঁর একটা নিজস্ব ওয়েবসাইট আছে। এখানে তিনি সরাসরি মেইলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যার সমাধান দেন, পরামর্শ দেন।
সমস্যার সমাধানই তাঁর কাছে বড় ‘বিনোদন’। লিংকডইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক করপোরেট সংস্কৃতি এবং উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে কী করণীয় তা নিয়ে আলোচনা করেছেন।
সঙ্গ খুঁজুন বুঝে-শুনে
আপনি যা চান তা-ই করা শুরু করুন। আপনার এমন কোনো চাকরি করা উচিত যা আপনাকে আপনার পছন্দের ক্যারিয়ারের দিকে নিয়ে যেতে পারে। তবে ভেবেচিন্তে মানুষের সঙ্গে মিশতে হবে। প্রথমবার যাঁরা চাকরি করা শুরু করেন, তাঁদের কাছে সবকিছুই নতুন মনে হয়। কর্মজীবন শুরু করার সময় অনেক লোক খুব পছন্দের হয়। কিন্তু তাঁরা আসলে আপনাকে সঠিক পথে চলতে বাধা দেন, যা আপনার পছন্দসই ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে আপনি আপনার ক্যারিয়ারকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান।
কাজ শিখুন সেরাদের থেকে
আপনার আশপাশের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে খুঁজে বের করুন। এরপর তাঁর সঙ্গে বন্ধুত্ব করুন, তাঁর থেকে কাজ শিখুন। এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে গুরুত্বসহকারে নেবেন। তাঁরা আপনাকে যেভাবে কাজ করতে বলবেন, সেভাবেই করুন। তাঁদের সব প্রশ্নে আপনার উত্তর যেন ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাম’ হয়। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে তাঁরা কীভাবে তাঁদের কাজ করেন। আমাদের অনেকেরই শেখার মন-মানসিকতা নেই। কাজ যত ছোটই হোক না কেন, আপনার উদ্দেশ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আগে আপনার আগ্রহের কাজটি শিখে নেওয়া।
ইন্টার্নশিপের গুরুত্ব
আপনার যতই প্রাতিষ্ঠানিক সনদ থাকুক না কেন, দিন শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম হাতিয়ার হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া আপনার যত ডিগ্রিই থাকুক না কেন, কেউ আপনাকে নেবে না। আর আপনি যদি অভিজ্ঞতা ছাড়াই পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন, আপনাকে প্রথমেই বাদ দিয়ে দেবে। কারণ চাকরির লাইনে আপনার চেয়েও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মানুষ দাঁড়িয়ে আছেন। ইন্টার্নশিপ ছাত্রদের পছন্দসই ক্ষেত্রে হাতে-কলমে কাজ করার সুযোগ প্রদান করে। এটা তাঁদের চাকরির জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে তৈরি করে।
কৌশলী হতে হবে
আমার কর্মজীবনে আমি যা অর্জন করেছি তার বেশির ভাগই এই কৌশল ব্যবহার করে হয়েছি। প্রায় প্রতিটি ব্যবসায় আমি প্রথমে বিনা মূল্যে পরিষেবা প্রদান করেছি। এরপর যাঁরা আগে ওই কাজটা করেছেন, তাঁদের খুঁজে বের করে তাঁদের মতামত নিই। আমার কাছে আর্থিক ব্যাপারের আগে কাজটা ভালোমতো শেখা বেশি গুরুত্বপূর্ণ। উদারতা মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। উদারতা ও ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে আপনি কোথাও স্বস্তি পাবেন না। মার্ক এবং আমি উভয়েই সফলভাবে এটি করেছি এবং আপনিও করতে পারেন।
সূত্র: লিংকডইন
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
১৪ ঘণ্টা আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
১ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ দিন আগে