Ajker Patrika

টঙ্গুয়া স্কলারশিপ

শিক্ষা ডেস্ক
টঙ্গুয়া স্কলারশিপ

বিশ্বের সব আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে টঙ্গুয়া স্কলারশিপের আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। নিউজিল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর করতে আগ্রহীদের এই বৃত্তি দেওয়া হবে।

এটি একটি আংশিক বৃত্তি, যা এক বছরের জন্য দেওয়া হয়। বৃত্তিটি দেওয়া হয়, প্রাতিষ্ঠানিক ফলাফলের ওপর ভিত্তি করে। স্নাতক এবং স্নাতকোত্তর প্রার্থীদের জন্য ১০ হাজার ডলারের ১০টি বৃত্তি আছে। এবং শুধু স্নাতকোত্তর প্রার্থীদের জন্য আছে ৫ হাজার ডলারের ৯টি বৃত্তি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্কলারশিপ থেকে একবার টিউশন ফি দিয়ে দেওয়া হবে।

ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটন নিউজিল্যান্ডের একাডেমিক শ্রেষ্ঠত্বের ঐতিহ্যপূর্ণ একটি সেরা এবং প্রাচীনতম প্রতিষ্ঠান। ১৮৯৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এটি নিউজিল্যান্ডের একটি সুপরিচিত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য  শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে উৎসাহিত করা।

আবেদনের যোগ্যতা
১. আন্তর্জাতিক শিক্ষার্থী যাঁরা পুরো টিউশন ফি দিচ্ছে
২. যাঁরা স্নাতক প্রথম বর্ষ বা স্নাতকোত্তরে ভর্তি হবে।

যাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না–
১. নিউজিল্যান্ডে মাধ্যমিকের পড়াশোনা শেষ করলে।
২. ইংরেজি প্রোফিসিয়েন্সি প্রোগ্রাম শেষ করলে।
৩. বিদেশে পড়াশোনা করলে অথবা নিউজিল্যান্ডের কোনো পার্টনারশিপ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে।

আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ দিন বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। যেকোনো সহায়ক ডকুমেন্টসও এই সময়ের মধ্যে জমা দিতে হবে।

স্কলারশিপের জন্য যা যা লাগবে
১. ৫০০ শব্দের একটি ব্যক্তিগত বিবৃতি, যেখানে উল্লেখ করতে হবে আপনি কেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটনে পড়তে চান, আপনার প্রাতিষ্ঠানিক লক্ষ্য ইত্যাদি। পাশাপাশি আপনার বিদ্যালয় বা সম্প্রদায়ের মধ্যে আপনার নেতৃত্ব চর্চার বিষয়গুলো উল্লেখ করতে পারেন। 
২. প্রাতিষ্ঠানিক সনদপত্র

আবেদনের শেষ সময়: সেপ্টেম্বর ১, ২০২১

সূত্র: ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত