প্রতিনিধি, জাবি
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতীকী ক্লাস নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় জাবি শহীদ মিনার প্রাঙ্গণে এ ক্লাস শুরু হয়। পরবর্তীতে বৃষ্টির কারণে ক্লাসটি কলা ভবনের করিডরে স্থানান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ক্লাসে অধ্যাপক রায়হান রাইন 'উত্তরাধুনিকতা ও ফ্যাসিবাদ' বিষয়ক আলোচনা করেন।
প্রতীকী ক্লাসের আলোচনায় অধ্যাপক রায়হান রাইন বলেন, ফ্যাসিজমের একটা উপায় হলো সত্যকে আড়াল করা। ক্ষমতাই হলো সেখানে প্রধান বিবেচ্য বিষয়। সেখানে যৌক্তিকতার কোনো স্থান থাকে না। যার ফলে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের দেশে ফ্যাসিবাদের লক্ষণ ধীরে ধীরে সুস্পষ্ট হচ্ছে। এ অবস্থায় পুঁজির বিকাশ এমন হতে হবে, যাতে প্রতিটি ঘরে তার সুফল পৌঁছে।
প্রতীকী ক্লাসের বিষয়ে অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আসলে এভাবে শিক্ষাব্যবস্থা চলতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বিষয়ে সরকারের যে ভাবনা, আমি মনে করি তা যৌক্তিক নয়। এটা নিয়ে সরকারের ভাবা উচিত, অন্যদের সঙ্গে কথা বলা উচিত। বলা হচ্ছে যে, টিকা দেওয়ার পর নাকি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ আমাদের দৃষ্টিগোচর হয়নি। সরকার টিকা নেওয়ার ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করেছে, তাতে শিক্ষার্থীদের টিকা নেওয়ার সুযোগ নেই। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমরা খোলা মাঠে ক্লাস নিচ্ছি।'
অন্যদিকে ক্লাস শেষে দুপুর দেড়টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে জাবি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, অনেকদিন পর সশরীরে ক্লাস করছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই এখানে এসেছে। আমাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছে না। ক্লাসরুমে ক্লাস করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি। দ্রুতই যাতে বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম খুলে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতীকী ক্লাস নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় জাবি শহীদ মিনার প্রাঙ্গণে এ ক্লাস শুরু হয়। পরবর্তীতে বৃষ্টির কারণে ক্লাসটি কলা ভবনের করিডরে স্থানান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ক্লাসে অধ্যাপক রায়হান রাইন 'উত্তরাধুনিকতা ও ফ্যাসিবাদ' বিষয়ক আলোচনা করেন।
প্রতীকী ক্লাসের আলোচনায় অধ্যাপক রায়হান রাইন বলেন, ফ্যাসিজমের একটা উপায় হলো সত্যকে আড়াল করা। ক্ষমতাই হলো সেখানে প্রধান বিবেচ্য বিষয়। সেখানে যৌক্তিকতার কোনো স্থান থাকে না। যার ফলে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের দেশে ফ্যাসিবাদের লক্ষণ ধীরে ধীরে সুস্পষ্ট হচ্ছে। এ অবস্থায় পুঁজির বিকাশ এমন হতে হবে, যাতে প্রতিটি ঘরে তার সুফল পৌঁছে।
প্রতীকী ক্লাসের বিষয়ে অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আসলে এভাবে শিক্ষাব্যবস্থা চলতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বিষয়ে সরকারের যে ভাবনা, আমি মনে করি তা যৌক্তিক নয়। এটা নিয়ে সরকারের ভাবা উচিত, অন্যদের সঙ্গে কথা বলা উচিত। বলা হচ্ছে যে, টিকা দেওয়ার পর নাকি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। কিন্তু শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ আমাদের দৃষ্টিগোচর হয়নি। সরকার টিকা নেওয়ার ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করেছে, তাতে শিক্ষার্থীদের টিকা নেওয়ার সুযোগ নেই। তাই প্রতিবাদের অংশ হিসেবে আমরা খোলা মাঠে ক্লাস নিচ্ছি।'
অন্যদিকে ক্লাস শেষে দুপুর দেড়টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে জাবি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, অনেকদিন পর সশরীরে ক্লাস করছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই এখানে এসেছে। আমাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছে না। ক্লাসরুমে ক্লাস করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি। দ্রুতই যাতে বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম খুলে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।
ছাত্ররাজনীতি থেকে মুক্ত হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই রাজনীতিসচেতন। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টি হয়ে ওঠে দক্ষিণবঙ্গের আন্দোলনের কেন্দ্রবিন্দু।
৩ ঘণ্টা আগে১৫ জুলাই, ২০২৪, সন্ধ্যায় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা চালিয়েছে। মনে হলো, এত দিন কো-কারিকুলার অ্যাকটিভিটিসে অংশ নিয়েছি যেসব শিক্ষার্থীদের সঙ্গে, আর এখন সেসব শিক্ষার্থীরাই নির্যাতিত; তাদের পাশে দাঁড়ানোই হবে সত্যিকারের
৪ ঘণ্টা আগে২০২৪ সালের জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলন আমাদের কাছে ছিল শুধুই টিভি স্ক্রিন আর সোশ্যাল মিডিয়ার ফিডের দৃশ্য। কিন্তু ১০ জুলাইয়ের পর রামপুরা-বাড্ডা এলাকায় উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ; ছোট ছোট অবরোধ, স্লোগান আর পোস্টারে শহর যেন বদলে যেতে লাগল। ১৪ জুলাইয়ের পর তৎকালীন শেখ হাসিনা সরকারের বেফাঁস মন্তব্য আগুনে
৬ ঘণ্টা আগে২০১৮ সালে বাতিল হওয়া কোটা পদ্ধতি পূর্ণরূপে পুনর্বহাল হলে সারা দেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ২০২৪ সালের ৫ জুন আন্দোলনে সক্রিয় হন। বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিবাদ হয় ৩০ জুন। এই বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে নেতৃত্ব দেন বাংলা বিভাগের শামসুর রহমান সুমন, ইংরেজি বিভাগের...
১২ ঘণ্টা আগে