Ajker Patrika

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫: ৩০
Thumbnail image

সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) চলতি বছর বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। র‍্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার ওপরে বাকৃবি স্থান করে নিয়েছে।

গত ২৫ অক্টোবর প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয় দুটির বৈশ্বিক অবস্থান ৬০০ থেকে ৮০০তমের মধ্যে। তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত স্কোর ২৮ দশমিক ৬, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত স্কোর ২৩ দশমিক ৪ হওয়ায় বাকৃবির অবস্থান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার ওপরে রয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. হারুন অর-রশীদ, অধ্যাপক ড. মো. গোলজার হোসেন, আইকিউএসির সাবেক অতিরিক্ত পরিচালক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং তত্ত্বাবধান কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. সুকুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম, শিক্ষা কার্যক্রম, গবেষণাকর্মের সাইটেশন, শিল্প থেকে আয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মানদণ্ডের ওপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করে। ১১টি বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে এই র‍্যাঙ্কিং করা হয়। এর মধ্যে লাইফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, শারীরবিজ্ঞান, ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে বিশ্বের ১ হাজার ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এই তালিকার শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, স্ট্যানফোর্ড ও এমআইটি।

ড. সুকুমার সাহা আরও জানান, গত ১২ অক্টোবর টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৩’ প্রকাশ করে। এ বছর বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় ওই র‍্যাঙ্কিং তালিকায় স্থান পেয়েছে। তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে এই প্রথমবারের মতো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) স্থান করে নিয়েছে। গ্লোবাল পজিশন র‍্যাঙ্কিং তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৬০১ থেকে ৮০০তম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট ও কুয়েটের বৈশ্বিক অবস্থান ১২০১ থেকে ১৫০০ তম।

এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে কোনো বিশ্ববিদ্যালয়কে স্থান পেতে প্রতি বছর ১৫০ বিগত পাঁচ বছরে কমপক্ষে ১ হাজার স্কোপাস ইন্ডেক্স প্রকাশনা থাকতে হয় এবং টিএইচই ডেটা পোর্টালে বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য দিতে হয়। আমাদের প্রায় ৬২ দশমিক ৫ শতাংশ স্কোর আসে গবেষণা থেকে। তাই আমাদের গবেষণা বাড়াতে হবে। তবে শুধু শিক্ষকদের একার পক্ষে গবেষণা বাড়ানো সম্ভব নয়। শিক্ষার্থীদেরও গবেষণায় এগিয়ে আসতে হবে। বাকৃবি রিসার্চ সিস্টেমের অধীনে প্রতিবছর পাঁচ শতাধিক গবেষণা চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত