Ajker Patrika

বারে ককটেল নিক্ষেপ মাতাল যুবকের, আগুনে পুড়ে নিহত ১১

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০: ২৩
বারে ককটেল নিক্ষেপ মাতাল যুবকের, আগুনে পুড়ে নিহত ১১

মেক্সিকোতে একটি বারে সন্দেহভাজন এক ব্যক্তির অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সান লুইস কলোরাডোরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে। ওই বার থেকে বের করে দেওয়া এক ব্যক্তি মোলোটভ ককটেল (দাহ্য পদার্থভর্তি বোতল) দিয়ে সেখানে অগ্নিসংযোগ ঘটান। খবর রয়টার্সের। 

সোনোরা রাজ্যের প্রসিকিউটররা বলেছেন, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, শনিবার ভোরে হামলা চালান সন্দেহভাজন এক যুবক। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। নারীদের অসম্মান করায় তাঁকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। 

মার্কিন অঙ্গরাজ্য অ্যারিজোনার সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করা রাজ্যটির প্রসিকিউটরদের বিবৃতি অনুসারে, ওই ব্যক্তি আবারও ওই বারে ফিরে যান এবং দরজায় একধরনের মোলোটভ ককটেল নিক্ষেপ করেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত ১১ জনের মধ্যে চারচর নারী। এ ছাড়া আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে কাজ করছে বলে জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত