Ajker Patrika

যুক্তরাষ্ট্রে সুইমিংপুলের ওপর দিয়ে উড়ে বাড়ি ভেঙে ঢুকল টেসলা গাড়ি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২৩: ১৫
যুক্তরাষ্ট্রে সুইমিংপুলের ওপর দিয়ে উড়ে বাড়ি ভেঙে ঢুকল টেসলা গাড়ি

মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ির এক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে ধাক্কা দিয়ে সুইমিংপুলের ওপর দিয়ে উড়ে গিয়ে একটি বাড়ি ভেঙে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মারফি এবং অ্যাশউড ড্রাইভস এলাকায় ভয়ংকর এ দুর্ঘটনা ঘটেছে। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ বছর বয়সী এক নারী চালক টেসলার মডেল এক্স গাড়ি নিয়ে বাড়ি ভেঙে ঢুকে পড়েন। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পরে স্থানীয় সান মাতেও পুলিশও আবাসিক এলাকাটি পরিদর্শন করে। অবিশ্বাস্যভাবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সান মাতেও পুলিশ বিভাগ দুর্ঘটনার একাধিক ছবি শেয়ার করেছে। ক্যাপশনে পুলিশ লিখেছে, ‘আজ সকালে একজন চালক তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ি ভেঙে ঢুকে পড়েন। তবে সৌভাগ্যবশত, এই সংঘর্ষে কেউ হতাহত হয়নি।’ 

পুলিশের পোস্ট অনুসারে, চালক নারী এবং যাত্রীর আসনে থাকা তাঁর ৪০ বছর বয়সী মেয়ে দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই ছিলেন। তাঁদের কেউই আহত হননি এবং দুর্ঘটনার সময় বাড়িতেও কেউ ছিল না। 

পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম পিপলকে বলেন, ‘চালক যখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন গাড়িটি একটি প্রতিবেশীর বাড়ির উঠানের ওপর দিয়ে যায়। তারপরে দুই বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে পড়ে। বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ার আগে একটি সুইমিংপুলের ওপর দিয়ে ৪০ থেকে ৫০ ফুট শূন্যে উড়েছিল গাড়িটি।’ 

পুলিশের মতে, টেসলা গাড়িটি ডাউনহিলের দিকে যাচ্ছিল এবং ঘটনার সময় স্ব-চালনা মোডে ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি থামানোর জন্য দ্রুত ব্রেক করা হয়েছিল। কিন্তু ঠিক কী হয়েছিল, তা এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সংঘর্ষের ফলে বাড়ির দেয়ালের একটি অংশ বেরিয়ে গেছে। বাড়িটিকে আপাতত লাল ফিতায় ঘেরাও করে রাখা হয়েছে, যাতে এটি কাঠামোগত ক্ষতির জন্য পরিদর্শন করা যেতে পারে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চালকের অস্বাভাবিকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে—এমন কোনো প্রমাণ পুলিশ পায়নি। ঘটনার তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত