যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, সোমবারের (১৫ মে) ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান কর্মকর্তারা।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ফার্মিংটন শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোন স্থানে এবং কেন ওই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
হামলাকারীকে ঠেকাতে ঘটনাস্থলে যান একাধিক পুলিশ কর্মকর্তা। সে সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে বন্দুক হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে ওই হামলা, সে বিষয়ও পরিষ্কার নয়। হামলার ঘটনায় স্থানীয় স্কুলগুলো সাময়িক লকডাউনে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যার পরই সব স্কুল খুলে দেওয়ার কথা। ফার্মিংটনের মিউনিসিপ্যাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থী এবং স্টাফরা নিরাপদে আছেন।
মার্কিন বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১৫টির বেশি বন্দুক হামলার হয়েছে। আর এসব হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, সোমবারের (১৫ মে) ওই হামলার পর নিউ মেক্সিকো শহরের সব স্কুল সাময়িক সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নিউ মেক্সিকোর ফার্মিংটন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ওই এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা হওয়ার মতো আর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান কর্মকর্তারা।
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফে থেকে ২০০ মাইল দূরে অবস্থিত ফার্মিংটন শহরে ৫০ হাজার মানুষের বসবাস। তবে ঠিক কোন স্থানে এবং কেন ওই হামলা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
ফারমিংটন পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
হামলাকারীকে ঠেকাতে ঘটনাস্থলে যান একাধিক পুলিশ কর্মকর্তা। সে সময় দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে বন্দুক হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া কী কারণে ওই হামলা, সে বিষয়ও পরিষ্কার নয়। হামলার ঘটনায় স্থানীয় স্কুলগুলো সাময়িক লকডাউনে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যার পরই সব স্কুল খুলে দেওয়ার কথা। ফার্মিংটনের মিউনিসিপ্যাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থী এবং স্টাফরা নিরাপদে আছেন।
মার্কিন বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২১৫টির বেশি বন্দুক হামলার হয়েছে। আর এসব হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১০ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে