Ajker Patrika

বাহুবলে চা বাগান থেকে গাছ বোঝাই ট্রাক্টর জব্দ 

প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ) 
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২০: ১৫
বাহুবলে চা বাগান থেকে গাছ বোঝাই ট্রাক্টর জব্দ 

বাহুবলের আমতলী চা বাগান থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচারকালে একটি গাছ বোঝাই ট্রাক্টর জব্দ করেছে বাগান কর্তৃপক্ষ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ট্রাক্টরটি জব্দ করা হয়। 

বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সবার অগোচরে বাগানের ২০-২৫টি গাছ কেটে পেলে চোরেরা। পরে আজ ভোরবেলায় গাছগুলো ট্রাক্টর বোঝাই করে পাচারের চেষ্টা করা হয়। এ সময় খবর পেয়ে বাগান ব্যবস্থাপক স্টাফদের নিয়ে বাগানের ভেতর থেকে গাছ বোঝায় ট্রাক্টরটি জব্দ করেন। 

চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, চোরেরা নিয়মিত গাছ চুরি করে বাগান ফাঁকা করে দিচ্ছে। তাঁদের উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। কোনোভাবেই তাঁদের দমানো যাচ্ছে না। 

ব্যবস্থাপক আরও বলেন, আজ ভোরে খবর পেয়ে গাছ বোঝাই ট্রাক্টরটি জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত