Ajker Patrika

চেহারার মিলে বনে গেছেন চিকিৎসক, অতপর আটক

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ২১: ০১
চেহারার মিলে বনে গেছেন চিকিৎসক, অতপর আটক

নাম তাঁর জাফরুল হাসান। ডিপ্লোমা চিকিৎসক। ডা. মোহাম্মদ তামিমের সঙ্গে তাঁর চেহারার সঙ্গে অনেক মিল। জাফরুল নিজেকে ডা. মোহাম্মদ তামিম বলেই পরিচয় দেন। ওই নামেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর শহরের এম কে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ডাক্তারি করে আসছেন।

বিষয়টি জানতে পেরে আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করে। আদালতের কাছে স্বীকারোক্তি দিলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া।

জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা জাফরুল হাসান টাঙ্গাইলের অধ্যাপক সোহরাব উদ্দিন আইএমটি অ্যান্ড ম্যাটস থেকে ডিপ্লোমা পাস করেন। কিন্তু চুনারুঘাটে এসে নিজেকে ডা. তামিম বলে পরিচয় দেন। বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর অ-৮৮০০২ ব্যবহার করে রোগী দেখে আসছিলেন।

চেহারার মিল থাকার সুযোগে নওগাঁর ডাক্তারের নাম ধারণ করে চিকিৎসা দিয়ে আসছিলেন জাফরুলএ নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে একাধিক অভিযোগ যায়। খোঁজখবর নিয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. উমর ফারুক উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া বলেন, ‘জাফরুল ইসলাম কোনোভাবে ডা. তামিমের কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করেন। ডা. তামিমের বাড়ি নওঁগা জেলায় এবং তিনি বিষয়টি জানতেন না। ডা. তামিম ও জাফরুল ইসলামের চেহারায় অনেক মিল রয়েছে। ভ্রাম্যমাণ আদালত কোনো জরিমানা বা কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য তাঁকে চুনারুঘাট থানায় পাঠিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত