Ajker Patrika

কোটি টাকা হাতিয়ে বেসরকারি সংস্থার চেয়ারম্যান স্ত্রীসহ কারাগারে 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কোটি টাকা হাতিয়ে বেসরকারি সংস্থার চেয়ারম্যান স্ত্রীসহ কারাগারে 

মৌলভীবাজারে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে ছয় বছর ধরে পলাতক বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (ভিডিএন) চেয়ারম্যান আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ বুধবার ভোরে সিলেটের মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আব্দুল হাকিম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, আব্দুল হাকিম (৫০) বড়লেখা থানার চেক জালিয়াতির ১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পলাতক আসামি। তার স্ত্রী আছমা (৪৫) বেগমের বিরুদ্ধে দুটি মামলার সাজা পরোয়ানা রয়েছে। আদালতের রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ আজ (বুধবার) ভোরে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হাকিম ও তার স্ত্রীকে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন আত্মগোপন করেছিল। আজ (বুধবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত