Ajker Patrika

বাহুবলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫: ১৯
বাহুবলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় নারীরা ওই অভিযুক্তকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়। 

জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার শিমুলিয়াম গ্রামের জনৈক ব্যক্তির প্রতিবন্ধী মেয়ে (২৫) ঘরে বসে খেলা করছিলেন। এ সময় প্রতিবেশী দিদার মিয়ার ছেলে মোবারক মিয়া (১৬) তাঁকে কৌশলে বাড়ির পাশে ঝোপে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় নারীরা এসে মোবারককে আটক করেন। পরে সে কৌশলে পালিয়ে যায়। রাত ৯টায় ওই নারীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল হাসান খান জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তা ছাড়া ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত