Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি
নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ): নিখোঁজের তিনদিন পর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পুকুর থেকে পাপিয়া বেগম (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতকের কাইতকোনা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির লাশ পাওয়া যায়।

পাপিয়া ওই গ্রামের আবু বক্করের মেয়ে।

জানা যায়, গত শনিবার ভোরে প্রতিদিনের মতো গ্রামে আম কুড়াতে বের হয় পাপিয়া। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও ওয়ার্ড মেম্বার মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গতকাল সোমবার সন্ধ্যায় কাইতকোনা গ্রামের পার্শ্ববর্তী তাজ উদ্দিনের একটি পরিত্যক্ত পুকুরে শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে রাতেই পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে শিশুটির উপর কারো কু-নজর পড়েছিল। তাই শিশুটিকে অপহরণ করা হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন।  

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রামের একটি পুকুর থেকে গলায় ওড়না পেঁছানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত