Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার 

প্রতিনিধি, সিলেট
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ৪১
Thumbnail image

সিলেটে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিমানবন্দরের কুরবানটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের। গ্রেপ্তার হওয়া  রুবেল মিয়া (২৮) সিলেট নগরীর বাগবাড়ি এলাকার মৃত সাইম উদ্দিনের ছেলে।

পুলিশ কর্মকর্তা তাহের বলেন,গত বৃহস্পতিবার (১ মার্চ) বিকেল ৫ টার দিকে ওই কিশোরী নিজের বাসা থেকে বের হয়ে হেঁটে তার নানার বাড়িতে যাচ্ছিল। এসময় রুবেল মিয়া কিশোরীকে ঘুরে বেড়ানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা করে দক্ষিণ সুরমা নিয়ে যায়। সেখানে টেকনিক্যাল রোডের গোলাম আলী নামের এক ব্যক্তির কলোনির বাসায় নিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।  

ঘর্ষণের খবর শোনার পর ভিকটিমের বাবা রুবেলের মোবাইল নাম্বারে ফোন করে তাকে কৌশলে বিমানবন্দরের কুরবানটিলা নিয়ে আসেন। কিশোরীর পরিবার ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।  

জানা গেছে, ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার বিমানবন্দর থানায় রুবেলকে আসামি করে মামলা দায়ের করেছেন।

কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত