Ajker Patrika

সিলেটে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহীর অবস্থা ‘আশঙ্কাজনক’, পাঠানো হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২৩: ৩৪
সিলেটে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহীর অবস্থা ‘আশঙ্কাজনক’, পাঠানো হলো ঢাকায়

সিলেটের কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেনকে ‘আশঙ্কাজনক’ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ ৩১ শয্যা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে সাদ্দাম হোসেনকে ঢাকায় পাঠানো হয়। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, সাদ্দামের বুকের বাঁ পাশে গুলি বের করতে না পেরে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় ও গাছঘর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় তাঁকে গুলি করা হয়। 

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় নজির মিয়া নামের একজন আহত হয়েছেন। তিনি একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। 

আহত নজির মিয়া জানান, উপজেলার রাজনগর বাজার থেকে মোটরসাইকেলের যাত্রী আনার জন্য গাছঘর গ্রামে যাওয়ার পথে ঢালারপাড় ও গাছঘর গ্রামের মাঝামাঝি হাওর এলাকায় ডাকাত দলের ৫-৬ জন সদস্য হামলা করে। ডাকাতেরা প্রথমে দুটি গুলি করে। পরের গুলিটি সাদ্দাম হোসেনের বুকের বাঁ পাশে লাগার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান।’

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ ৩১ শয্যা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে সাদ্দাম হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আহত সাদ্দামের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

তবে পুলিশ বলছে, অন্য কোনো উদ্দেশ্যে গুলি করা হয়ে থাকতে পারে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘গুলি করে মোটরসাইকেল ডাকাতির চেষ্টার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

ওসি আরও বলেন, ‘ভিকটিমের সঙ্গে কথা বলেছি। তবে তারা বেশি কিছু বলছে না। মোটরসাইকেল ডাকাতি করতে চাইলে তো তারা তা নিয়ে যেত। গুলি করেছে কিন্তু মোটরসাইকেল নেয়নি। এতে আমাদের কিছুটা সন্দেহ হচ্ছে। এটা ডাকাতির ঘটনা না-ও হতে পারে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ তা উদ্‌ঘাটনের চেষ্টা করছে।’

সাদ্দাম মোটরসাইকেলে করে যাত্রী পরিবহন করেন। ঘটনার কিছু সময় আগে কেউ একজন তাঁকে ফোন দিয়ে জানান, গাছঘর গ্রাম থেকে একজন যাত্রী আনতে হবে। এ জন্য সাদ্দাম রাজনগর নতুন বাজার থেকে গাছঘর গ্রামে যাচ্ছিলেন। সঙ্গী হিসেবে তিনি নজির নামের তাঁর এক বন্ধুকে নেন। পথে ঢালারপাড় গ্রাম অতিক্রম করে পূর্ব দিকে হাওরে পৌঁছামাত্র মুখ বাঁধা দুর্বৃত্তরা অতর্কিতে গুলি ছুড়লে সাদ্দাম আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত