Ajker Patrika

কোম্পানীগঞ্জে পুলিশের সোর্স খুন: থানায় মামলা ও গ্রেপ্তার ১ 

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১: ৩৭
কোম্পানীগঞ্জে পুলিশের সোর্স খুন: থানায় মামলা ও গ্রেপ্তার ১ 

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের সোর্স নুর উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার  (১৫ এপ্রিল) তাঁর বাবা আবু তাহের মিস্ত্রি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা করেন। অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর ঢালারপাড় গ্রামের বাসিন্দা। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘নুর উদ্দিনের মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি দিয়ে মামলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সন্দেহে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

এ বিষয়ে মামলার বাদী আবু তাহের মিস্ত্রি বলেন, ‘কারা আমার ছেলেকে হত্যা করেছে জানি না। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই। অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়।’ 

স্থানীয়দের সঙ্গে কথা জানা গেছে, নুর উদ্দিনের বাড়ি উত্তর ঢালারপাড় গ্রামে। গত বুধবার রাত ১২টার দিকে তাঁর মোবাইল ফোনে কল আসে। ফোনে কথা বলার পর বাবাকে বলে বাইরে বের হন তিনি। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকেই তাঁকে খুঁজতে শুরু করেন স্বজনেরা। পরদিন বেলা ১১টার দিকে শফিক বাজার-কালা বাঁধের পাশে ধলাই নদ থেকে নুর উদ্দিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বেলা ১টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সুরঞ্জিত তালুকদার। তিনি জানান, মরদেহের পিঠে এবং ডান হাতে ছুরির আঘাত রয়েছে। গলায় রয়েছে একটি কালো দাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত