Ajker Patrika

জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫: ১৫
জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্রে করে ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আজ রোববার অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের সাধু পাত্র (৬০)। গ্রেপ্তার হয়েছেন তাঁরই ছেলে চৈতন্য পাত্র (২২)।

পুলিশ বলছে, গতকাল শনিবার দিবাগত রাত ৮টায় ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ছেলে বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে আহত অবস্থায় সাধুপত্রকে উদ্ধার করে সিলেট এম এ  জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে কালেশ্বর চিকনাগুল পাহাড় থেকে অভিযুক্ত চৈতন্য পাত্রকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ রাতভর কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান পরিচালনা করে চৈতন্য পাত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত