জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূকে দা ও করাত দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সৌদিপ্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আছিয়া বেগম (৫০) ছয় সন্তানের জননী।
আজ রোববার সকালে উপজেলার পাইলগাঁও (রানীনগর) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী নুর আহমদকে (৫৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও (রানীনগর) গ্রামের নুর মিয়ার সৌদিপ্রবাসী মেয়ে সিমা বেগম বিদেশ থেকে তাঁর মায়ের কাছে টাকা পাঠিয়ে আসছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাধে। রোববার ভোরে তাঁদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী নুর আহমদ আছিয়া বেগমকে দা ও করাত দিয়ে গলা কেটে দেন। স্ত্রী রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাইরে পুকুরপাড়ে এসে পড়ে থাকেন।
পরে স্থানীয়রা ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত উদ্ধার করা হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূকে দা ও করাত দিয়ে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সৌদিপ্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আছিয়া বেগম (৫০) ছয় সন্তানের জননী।
আজ রোববার সকালে উপজেলার পাইলগাঁও (রানীনগর) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী নুর আহমদকে (৫৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও (রানীনগর) গ্রামের নুর মিয়ার সৌদিপ্রবাসী মেয়ে সিমা বেগম বিদেশ থেকে তাঁর মায়ের কাছে টাকা পাঠিয়ে আসছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাধে। রোববার ভোরে তাঁদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী নুর আহমদ আছিয়া বেগমকে দা ও করাত দিয়ে গলা কেটে দেন। স্ত্রী রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাইরে পুকুরপাড়ে এসে পড়ে থাকেন।
পরে স্থানীয়রা ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দেখতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বসতঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও করাত উদ্ধার করা হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
১৩ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪