Ajker Patrika

বাহুবলে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা, থানায় মামলা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫২
বাহুবলে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা, থানায় মামলা

হবিগঞ্জের বাহুবলে শোয়েব চৌধুরী (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মৃতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে বাহুবল মডেল থানায় এই মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সাতকাপন ইউনিয়নের সাইচা প্রকাশি শংকরপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে চমক চৌধুরীর মৃত্যুর পর থেকে তাঁর বিষয়সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিল একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র। ওই চক্রের ভয়ে ও অহেতুক ঝামেলা এড়াতে বাহুবল সদরের হামিদনগরে বসবাস করে আসছিলেন মৃত কাইয়ুম চৌধুরীর পরিবারের লোকজন। সম্প্রতি ওই চক্রের অপতৎপরতা চরম আকার ধারণ করে।

গত মঙ্গলবার বিকেলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সাইচা গ্রামের নিজ বসতভিটায় যান মৃত কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী। শোয়েব যখন পুকুরঘাটে অজু করছিলেন, ঠিক তখনই পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের ধারালো দায়ের কোপে মাটিতে লুটিয়ে পড়েন শোয়েব। পরে মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে তাঁকে আবারও পেটাতে থাকেন হামলাকারীরা। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত হলে তাঁরা পালিয়ে যান। এ সময় স্থানীয়রা শোয়েবকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা হাসপাতালে, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত