হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চার শিশুকে বেঁধে নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে নির্যাতিত এক শিশু সাগরের দাদা আনোয়ার ফকির বাদী হয়ে মাধবপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে ওই চার শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন, আব্দুল হালীমের ছেলে আসাদ আলী ও মৃত নূর হোসেনের ছেলে আব্দুল হক।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মামলার অভিযোগের বিষয়ে বলেন, গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার তিনজনসহ কয়েকজন মিলে চার শিশুকে অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতন করেন। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং অভিযুক্তদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। রোববার রাতে এক শিশুর দাদা বৈষ্ণবপুর গ্রামের আনোয়ার ফকির মাধবপুর থানায় একটি মামলা করেন। মামলার পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নির্যাতিত দুই শিশুর মামা স্থানীয় ব্যবসায়ী মো. শামীম মিয়া জানান, শনিবার সন্ধ্যায় তিনি জানতে পারেন তাঁর বোনের দুই ছেলেকে সিএনজির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে তিনি চার শিশুকে অটোরিকশার সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় মো. শামীম মিয়া মুঠোফোন দিয়ে ভিডিও করলে তা মুছে ফেলা হয়।
আসাদ আলী সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘শিশুরা সিএনজির স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়। পরে আমি এসে শিশুদের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।’
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চার শিশুকে বেঁধে নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে নির্যাতিত এক শিশু সাগরের দাদা আনোয়ার ফকির বাদী হয়ে মাধবপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে ওই চার শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন, আব্দুল হালীমের ছেলে আসাদ আলী ও মৃত নূর হোসেনের ছেলে আব্দুল হক।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মামলার অভিযোগের বিষয়ে বলেন, গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার তিনজনসহ কয়েকজন মিলে চার শিশুকে অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতন করেন। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং অভিযুক্তদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। রোববার রাতে এক শিশুর দাদা বৈষ্ণবপুর গ্রামের আনোয়ার ফকির মাধবপুর থানায় একটি মামলা করেন। মামলার পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নির্যাতিত দুই শিশুর মামা স্থানীয় ব্যবসায়ী মো. শামীম মিয়া জানান, শনিবার সন্ধ্যায় তিনি জানতে পারেন তাঁর বোনের দুই ছেলেকে সিএনজির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে তিনি চার শিশুকে অটোরিকশার সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় মো. শামীম মিয়া মুঠোফোন দিয়ে ভিডিও করলে তা মুছে ফেলা হয়।
আসাদ আলী সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘শিশুরা সিএনজির স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়। পরে আমি এসে শিশুদের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে