বাজার মূলধন কমলেই উধাও হয় না টাকা
‘এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।’ কবি শামসুর রাহমানের ‘পণ্ডশ্রম’ কবিতার এ বর্ণনাটি পুঁজিবাজারে বাজার মূলধন কমে যাওয়ার সঙ্গে তুলনা করা চলে। কারণ, এই বাজার মূলধন কমে গেলে বিনিয়োগকারীরা আতঙ্কে থাকেন। নিয়মিত বিরতিতে এ অবস্থা চলতে থাকলে আরও কমে যাওয়ার আতঙ্কে হাত