Ajker Patrika

গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬: ৪২
গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দিনাজপুরে ‘নেশার টাকা জোগান না দেওয়ায়’ স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বেলাল হোসেনের (৩১) বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদরের উপশহর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের হাউজিং অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আরিফা বেগম (২৮)। এ ঘটনার পর থেকে আরিফার স্বামী বেলাল পলাতক।

বেলাল দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুরালীপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বেলাল হাউজিং অফিসসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাঁদের ১২ বছরের একটি ছেলে রয়েছে। আরিফা বেগম অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। আর বেলাল হোসেন হোটেলশ্রমিক ছিলেন। তবে নিয়মিত কাজ করতেন না তিনি।

নিহতের ছেলে আরিফ হোসেন জানায়, রাতে সাহ্‌রি খাওয়ার পরে মায়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে পড়ে আরিফ। তার বাবা ঘুমিয়েছিল পাশের কক্ষে। আরিফ সকালে ঘুম থেকে উঠে পাশের একটি মাদ্রাসায় কোরআন পড়তে যায়। মাদ্রাসা থেকে ফিরে বাড়িতে ঢোকার সময় বাবাকে মায়ের কথা জিজ্ঞেস করলে বলে, ‘তোর মা ঘুমাচ্ছে।’ বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান।

আরিফ হোসেন আরও জানায়, সে কক্ষে গিয়ে মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে মুখের কাপড় সরিয়ে দেখে নাক দিয়ে রক্ত পড়ছে। জিহ্বা অনেকখানি বের হয়ে আছে। আরিফ ভয় পেয়ে বাড়ির কাছে একটি হোটেলে কর্মরত নানি রোজিনা বেওয়াকে খবর দেয়।

আরিফ কাঁদতে কাঁদতে বলেন, ‘বাবা প্রায় মাকে টাকার জন্য মারধর করত। রাতেও অনেক দেরি করে বাড়িতে ফিরত।’

নিহত আরিফা বেগমের মা রোজিনা বেওয়া বলেন, ‘আমার জামাতা বেলাল একজন মাদকসেবী। সে প্রায় টাকার জন্য আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করত। সংসারের খরচও ঠিকমতো দিত না। মেয়েটা অন্যের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালাত। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ 

দিনাজপুর কোতোয়ালি থানার উপপুলিশ (পরিদর্শক) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত