Ajker Patrika

সাঘাটায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৫০ ইয়াবাসহ জুয়েল মন্ডল (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল মন্ডল সাঘাটা উপজেলার পশ্চিম শিমুলতাইড় গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সাঘাটা পশ্চিম শিমুলতাইড় (রেলওয়ে ইঞ্জিন কলোনী) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন আজকের পত্রিকা সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তি ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েল মন্ডলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেটে মোট ১৫০ ইয়াবা পাওয়া যায়। এ সময় তাঁর নিকট থাকা মাদক বিক্রির ৩১ হাজার টাকা জব্দ করা হয়। জুয়েল মন্ডল দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত