গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা ও ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আসামিরা পালিয়ে যান। ওই দিন সকালেই পুলিশ বাদী হয়ে জামায়াতের ১৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১)/২৫-ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গাইবান্ধায় পুলিশের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা ও ইউনিয়ন জামায়াতের আমিরকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মছিব উদ্দিনের ছেলে এবং সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ উত্তর ধানগড়ার আবদুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আসামিরা পালিয়ে যান। ওই দিন সকালেই পুলিশ বাদী হয়ে জামায়াতের ১৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে জামায়াতের ওই দুই নেতাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১)/২৫-ডি ও বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে