লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া হিমাংশু বর্মণের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য জি এম কাদের।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে জি এম কাদেরের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা, আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সবার ওপরে দেশের মানুষের স্বার্থ, তারপর দলীয় স্বার্থ, দেশের সেবা করার জন্য দলকে ব্যবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতি পরিবর্তনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব।’
এ সময় মৃত হিমাংশুর দুই মেয়ে পিংকী রাণী (১৩) ও পিয়াসী রাণীর (১০) হাতে নগদ ৫ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় পার্টির নেতারা।
হিমাংশু বর্মণের বাবা বিশ্বেশ্বর বর্মণ বলেন, ‘এই দুই অনাথ শিশুর ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আজ থেকে সেই চিন্তা আর থাকল না। এখন এই অবুঝ শিশু দুটি ভালোভাবে পড়াশোনা করতে পারবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জেলা রেল শ্রমিক পার্টির সম্পাদক আনসার আলী, জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি আছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা তরুণ পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম ও হিমাংশুর বড় ভাই সুধীর বর্মণ প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর মরদেহ উদ্ধারের পর বেলা ১১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুলিশ তাঁকে মৃত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশের দাবি, হিমাংশুকে জিজ্ঞাসাবাদের পর থানায় একটি কক্ষে রাখা হয়। তিনি ওই কক্ষে থাকা ওয়াইফাই রাউটারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ হেফাজতে মারা যাওয়া হিমাংশু বর্মণের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য জি এম কাদের।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে জি এম কাদেরের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘রাজনীতি মানে দেশের মানুষের জন্য সেবা করা, আমি এটি বিশ্বাস করি। রাজনীতি মানে সবার ওপরে দেশের মানুষের স্বার্থ, তারপর দলীয় স্বার্থ, দেশের সেবা করার জন্য দলকে ব্যবহার করা। তবে আমাদের দেশের রাজনীতির চর্চা এর উল্টো দিক থেকে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আজকে এই সংস্কৃতি পরিবর্তনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব।’
এ সময় মৃত হিমাংশুর দুই মেয়ে পিংকী রাণী (১৩) ও পিয়াসী রাণীর (১০) হাতে নগদ ৫ হাজার টাকা ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় পার্টির নেতারা।
হিমাংশু বর্মণের বাবা বিশ্বেশ্বর বর্মণ বলেন, ‘এই দুই অনাথ শিশুর ভবিষ্যৎ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আজ থেকে সেই চিন্তা আর থাকল না। এখন এই অবুঝ শিশু দুটি ভালোভাবে পড়াশোনা করতে পারবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, জেলা রেল শ্রমিক পার্টির সম্পাদক আনসার আলী, জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি আছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা তরুণ পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম ও হিমাংশুর বড় ভাই সুধীর বর্মণ প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর মরদেহ উদ্ধারের পর বেলা ১১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুলিশ তাঁকে মৃত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশের দাবি, হিমাংশুকে জিজ্ঞাসাবাদের পর থানায় একটি কক্ষে রাখা হয়। তিনি ওই কক্ষে থাকা ওয়াইফাই রাউটারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫