Ajker Patrika

হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাট, প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২: ৪৪
Thumbnail image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক গৃহবধূকে স্বামীর সহায়তায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আমজাদ হোসেন। এর আগে গত বুধবার গভীর রাতে বাবার বাড়িতে দিয়ে আসার কথা বলে বন্ধু জামাল হোসেনকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর ঘটনা ঘটে। 

ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, ‘বুধবার রাতে আমার স্বামী বলেছে চলো তোমার বাবার বাড়িতে তোমাকে রেখে আসি। এরপর বাবার বাড়িতে না নিয়ে জোর করে অন্য এক বাড়িতে ওঠায়। পরে আমার সঙ্গে স্বামী শারীরিক সম্পর্ক করে। এরপর তার সহযোগিতায় জামাল নামে একজন আমাকে ধর্ষণ করে।’

গতকাল সকালে একটি অটোরিকশায় অসুস্থ গৃহবধূকে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্ত স্বামী। পরে বাবার বাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

গৃহবধূর পরিবারের লোকজন হাতীবান্ধা থানায় মৌখিক অভিযোগ করলে হাতীবান্ধা থানা-পুলিশ গতকাল সন্ধ্যায় অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসে। এএসআই আমজাদ মোবাইল ফোনে বলেন, ওই গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত