Ajker Patrika

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর মামলা, স্বামী গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬: ১৮
মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর মামলা, স্বামী গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মাদ্রাসাপড়ুয়া কিশোরী মেয়ে বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ইটাকুমারী ইউনিয়নে। বিষয়টি নিয়ে পুরো পীরগাছায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে সেখানে থেকে যান ভুক্তভোগী কিশোরীর মা। এ সময় বাবা আর মেয়ে বাড়িতে ছিলেন। পরে মা বাড়িতে না ফেরার সুযোগে সোমবার গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা। পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে এবং প্রতিবেশীদের জানায়। এই অভিযোগে গতকাল পীরগাছা থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে মামলা নেয় পীরগাছা থানার পুলিশ। সেই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত