Ajker Patrika

‘নেশাখোরের সঙ্গে মেয়েকে বিয়ে না দেওয়ায়’ ছেলেকে হত্যা, দাবি মায়ের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৩, ১১: ০২
‘নেশাখোরের সঙ্গে মেয়েকে বিয়ে না দেওয়ায়’ ছেলেকে হত্যা, দাবি মায়ের

গাইবান্ধার পলাশবাড়ীতে খেলতে গিয়ে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু বায়েজিদ (৪)। এ ঘটনার পাঁচ দিন পর গতকাল শনিবার ধানখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। বায়েজিদের মা রায়হানা বেগমের দাবি, প্রতিবেশীর চোর-নেশাখোর ছেলের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় শিশু বায়েজিদকে হত্যা করা হয়েছে। 
 
বাড়ির উঠানে রায়হানা বেগম বিলাপ করতে করতে বলেন, প্রতিবেশী সুদের কারবারি সিরিকুলের ছেলে রোমান এলাকার একজন চিহ্নিত চোর। সে নেশায় আসক্ত। 

রায়হানা বেগমের মেয়ে ও বায়েজিদের বোন অষ্টম শ্রেণির ছাত্রী তিশাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল রোমানের পরিবার। এতে রাজি না হওয়ায় রোমান বিভিন্ন হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় বায়েজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানান রায়হানা বেগম। তিনি দোষীদের ফাঁসির দাবি জানান। 

বায়েজিদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবি পরিবারেরঘটনাস্থলে উপস্থিত গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের কথা বলেছেন। 

তিনি বলেন, এ ঘটনায় আটক দুজন জেলহাজতে রয়েছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অভিযুক্ত পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সিরিকুলের বসতবাড়িতে আগুন দিয়েছেএর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের বিস্তীর্ণ একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। বায়েজিদ বালুখোলা গ্রামের সৌদিপ্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। 

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সিরিকুলের বসতবাড়িতে আগুন দিয়েছে। পরে পলাশবাড়ী ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত