বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন তিন কর্মচারী। তাঁরা হলেন—চালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস।
আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।
জানা যায়, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান তাঁরা। বিক্রি করার সময় সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। পরে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানায়।
রোববার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নগরীর মডার্ন মোড়ের একটি খোলা তেলের দোকানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, ‘কাল রাতে দুইটা লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দেই, তেল নিব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।’
অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।’
এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তিন জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন তিন কর্মচারী। তাঁরা হলেন—চালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস।
আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।
জানা যায়, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান তাঁরা। বিক্রি করার সময় সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। পরে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানায়।
রোববার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নগরীর মডার্ন মোড়ের একটি খোলা তেলের দোকানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, ‘কাল রাতে দুইটা লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দেই, তেল নিব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।’
অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।’
এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তিন জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪