Ajker Patrika

বাসের তেল বিক্রি করতে গিয়ে ধরা বেরোবির ৩ কর্মচারী

বেরোবি প্রতিনিধি
Thumbnail image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে সাময়িক বরখাস্ত হয়েছেন তিন কর্মচারী। তাঁরা হলেন—চালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস। 

আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।

জানা যায়, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান তাঁরা। বিক্রি করার সময় সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। পরে তাঁদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানায়। 

রোববার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নগরীর মডার্ন মোড়ের একটি খোলা তেলের দোকানে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, ‘কাল রাতে দুইটা লোক আসছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে আসছিল। তাদের আমরা বলে দেই, তেল নিব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।’ 

অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।’ 

এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তিন জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত