Ajker Patrika

জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন তিনজন। 

আজ সোমবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের খোকা ব্যাপারীর ছেলে। 

স্থানীয়রা জানান, জমি নিয়ে প্রতিবেশী মতিয়ার গংদের সঙ্গে জাহাঙ্গীর গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ দুপুর পৌনে ১২টার দিকে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের এলোপাতাড়ি লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর। 

সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত সোনা মিয়া (৩২), মাসুদ (২৮) ও হাফিজুর (৩০) নামে তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত