Ajker Patrika

হাসপাতালের বেড বাড়িতে নেওয়ার পথে চিকিৎসক আটক

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮: ৩৮
হাসপাতালের বেড বাড়িতে নেওয়ার পথে চিকিৎসক আটক

রংপুর: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) রোগীর জন্য বরাদ্দ রাখা বেড গোপনে বাড়িতে নিয়ে যাওয়ার পথে একেএম শাহীনুর রহমান নামে এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে নগরীর ডক্টরস ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও ওই চিকিৎসক তা অস্বীকার করেছেন।

অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক একটি ভ্যানে করে হাসপাতালের বেডটি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে ভ্যানটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালের পরিচালককে না জানিয়ে বেডটি নিয়ে যাওয়ায় ভ্যানটি আটক করে হাসপাতালে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বেডটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা।

চিকিৎসক শাহীনুর রহমান বেড চুরির কথা অস্বীকার করে জানান, তাঁর মা দেড় মাস ধরে হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার মাকে কেবিনে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হবে। তাই বাড়িতে যাতে বেডে থাকতে অসুবিধা না হয়, এ কারণে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা ওই পুরোনো বেডটি মুচলেকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ওই চিকিৎসক তাঁর মায়ের জন্য স্টোর কিপার ও ওয়ার্ড ইনচার্জকে জানিয়ে হাসপাতালের পুরোনো একটি বেডটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা তা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পুরো ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনার সঙ্গে পাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে বেডটি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত