প্রতিনিধি
রংপুর: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) রোগীর জন্য বরাদ্দ রাখা বেড গোপনে বাড়িতে নিয়ে যাওয়ার পথে একেএম শাহীনুর রহমান নামে এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে নগরীর ডক্টরস ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও ওই চিকিৎসক তা অস্বীকার করেছেন।
অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক একটি ভ্যানে করে হাসপাতালের বেডটি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে ভ্যানটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালের পরিচালককে না জানিয়ে বেডটি নিয়ে যাওয়ায় ভ্যানটি আটক করে হাসপাতালে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বেডটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা।
চিকিৎসক শাহীনুর রহমান বেড চুরির কথা অস্বীকার করে জানান, তাঁর মা দেড় মাস ধরে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার মাকে কেবিনে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হবে। তাই বাড়িতে যাতে বেডে থাকতে অসুবিধা না হয়, এ কারণে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা ওই পুরোনো বেডটি মুচলেকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ওই চিকিৎসক তাঁর মায়ের জন্য স্টোর কিপার ও ওয়ার্ড ইনচার্জকে জানিয়ে হাসপাতালের পুরোনো একটি বেডটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা তা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পুরো ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনার সঙ্গে পাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে বেডটি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।
রংপুর: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) রোগীর জন্য বরাদ্দ রাখা বেড গোপনে বাড়িতে নিয়ে যাওয়ার পথে একেএম শাহীনুর রহমান নামে এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে নগরীর ডক্টরস ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও ওই চিকিৎসক তা অস্বীকার করেছেন।
অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক একটি ভ্যানে করে হাসপাতালের বেডটি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে ভ্যানটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালের পরিচালককে না জানিয়ে বেডটি নিয়ে যাওয়ায় ভ্যানটি আটক করে হাসপাতালে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বেডটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা।
চিকিৎসক শাহীনুর রহমান বেড চুরির কথা অস্বীকার করে জানান, তাঁর মা দেড় মাস ধরে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার মাকে কেবিনে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হবে। তাই বাড়িতে যাতে বেডে থাকতে অসুবিধা না হয়, এ কারণে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা ওই পুরোনো বেডটি মুচলেকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ওই চিকিৎসক তাঁর মায়ের জন্য স্টোর কিপার ও ওয়ার্ড ইনচার্জকে জানিয়ে হাসপাতালের পুরোনো একটি বেডটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা তা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পুরো ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনার সঙ্গে পাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে বেডটি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫